প্রকাশিত: Mon, Mar 20, 2023 2:22 PM আপডেট: Mon, Jan 26, 2026 10:17 PM
মাদারীপুরে বাস দুর্ঘটনা
টানা ৩৩ ঘন্টা গাড়ি চালানোয় ক্লান্ত ছিলেন চালক, ইমাদ পরিবহনের মালিকের বিরুদ্ধে মামলা
বজলুর রহমান: পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাসের ১৯ যাত্রীর মৃত্যুর ঘটনায় চালকের ক্লান্তি এবং চোখে অতিরিক্ত ঘুমই দায়ী বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।
শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মোফাজ্জেল হক বলেন, প্রাথমিকভাবে জেনেছি, ইমাদ পরিবহনের বাসটির চালক কোনো রকম বিশ্রাম না নিয়েই বাসটি চালাচ্ছিলেন। দীর্ঘ ৩৩ ঘন্টা ধরে গাড়ি চালানোর কারণে তিনি ক্লান্ত ছিলেন। সকাল সকাল ঘুম ঘুম চোখে বাস চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।’
তিনি আরো বলেন,’আমরা বাদী হয়ে ইমাদ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছি। চালক বেঁচে থাকলে চালক ও কোম্পানি উভয়ের বিরুদ্ধেই মামলা হতো।
ফরিদপুর জোনের হাইওয়ে পুলিশ সুপার মাহাবুবুল হাসান জানান, বাসটির ফিটনেসে ও যান্ত্রিক ত্রুটি রয়েছে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শেষ হলেই বাসটির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : মুরাদ হাসান
বজলুর রহমান : শিবচর থানায় রোববার রাতে মামলাটি করেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার।
শিবচর হাইওয়ে থানার
ওসি আবু নাইম মোফাজ্জেল জানান, ইমাদ পরিবহনের মালিক সৌদি প্রবাসী সাব্বির হোসেনকে আসামি করে মামলাটি করা হয়। শিবচর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে হাইওয়ে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় ২০ জন নিহত ছাড়াও আহত হয়েছেন অন্তত ৩০ জন। সম্পাদনা : মুরাদ হাসান
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট