প্রকাশিত: Wed, Mar 22, 2023 1:56 AM
আপডেট: Mon, Jan 26, 2026 10:18 PM

২০২২ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমলেও দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে

আখিরুজ্জামান সোহান: প্রতিবারের মতো এবারও মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০২২ সালের বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্রাকটিসেস’ শীর্ষক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও যুক্তরাষ্ট্রের মূল্যায়ন তুলে ধরা হয়। প্রতিবেদনে বাংলাদেশের সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। বলা হয়েছে বাংলাদেশ সরকারের বেশিরভাগ ক্ষমতাই ন্যস্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ২০১৮ সালের ডিসেম্বরের সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য বিজয়ী হন, যার মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থেকে যান।  প্রতিবেদনে বলা হয়, সিল মেরে ব্যালট বাক্স ভরা ও বিরোধী দলীয় পোলিং এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অনিয়মের কারণে পর্যবেক্ষরা মত দিয়েছেন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার গোষ্ঠী এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুম ও অপহরণ অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে এ সব ঘটনার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত। একটি স্থানীয়  মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে ১৬ জন লোককে জোরপূর্বক গুম করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালেও বাংলাদেশে একটি গুরুতর সমস্যা ছিলো দুর্নীতি। ফ্রিডম হাউসের বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, দুর্নীতি স্থানীয় সমস্যা এবং দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে রাজনৈতিক প্রয়োগের মাধ্যমে দুর্বল করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব