প্রকাশিত: Thu, Mar 23, 2023 4:41 AM
আপডেট: Mon, Jan 26, 2026 10:18 PM

বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ ঠিকানা ছাড়া থাকবে না

আরো ৭ জেলা ও ১৫৯ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ ধাপে বুধবার সারাদেশের সব উপজেলায় ৩৯ হাজার ৩শ’ ৬৫টি গৃহ ভূমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন। বিটিভি

প্রধানমন্ত্রী মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা এই ৭ জেলার সব উপজেলাসহ ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন। এর আগে তিনি পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করেছিলেন। বুধবার সব মিলিয়ে দেশের ৯ জেলা এবং ২১১টি উপজেলা গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করা হলো। বাসস

প্রধানমন্ত্রী সরাসরি তিনটি উপজেলায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা তিনটি হলো, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্প।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, দেশ ও মানুষের জন্য কাজ করেছে। দেশে আর কোনো গৃহহীন ও ভূমিহীন থাকবে না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শুধু স্বাধীনতাই দিয়ে যাননি, তিনি গৃহহীন মানুষকে ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। নিজেদের ভাগ্য গড়েছে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্প হাতে নেয়। এর আগে প্রথম ধাপে ৬৩ হাজার ৯শ’ ৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩শ’ ৩০টি এবং তৃতীয় ধাপে ৫৯ হাজার একশ’ ৩৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। সব মিলিয়ে হস্তান্তরিত মোট গৃহের সংখ্যা হবে ২ লাখ ১৫ হাজার ৮শ’ ২৭টি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দেশে প্রথম ভূমিহীনদের পূনর্বাসন কার্যক্রম শুরু করেন। বর্তমান লক্ষীপুর রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামে একই বছরের ২০ ফেব্রুয়ারি গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে শুরু করেন। সম্পাদনা: ইমরুল শাহেদ