প্রকাশিত: Mon, Mar 27, 2023 4:18 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:32 PM

বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

এ্যানি আক্তার: ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। ওই সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে দেখত, তারাই এখন বাংলাদেশের উন্নয়নকে রোল মডেল হিসেবে দেখছে।

শূন্য থেকে যাত্রা শুরু করা বাংলাদেশের পরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। নানা পিছুটান, ষড়যন্ত্র সত্ত্বেও স্বাধীনতা-পরবর্তী পাঁচ দশকে বাঙালির অর্জন বিস্ময় জাগিয়েছে সারাবিশ্বে। বিগত এক দশকের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিসহ সামগ্রিক অগ্রযাত্রা দৃষ্টান্ত স্থাপন করেছে।

একাত্তরে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের জন্য যে কঠিন মূল্য দিয়েছিল, আজ তার সুফল ভোগ করছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে বদলে গেছে দেশের সামগ্রিক চিত্র। বাংলাদেশ এখন বিশ্বদরবারে দ্রুত উন্নয়নশীল বিকাশমান অর্থনীতির দেশ।

২০০৯ সালে রাষ্ট্রক্ষমতায় আসার পর টানা তৃতীয় মেয়াদে দেশ পরিচালনা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা ১৪ বছরের এ শাসনামলে অর্থনীতির প্রায় সব সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে রাষ্ট্রের প্রতিটি নাগরিক।

মেগা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন অপ্রতিরোধ্য। পায়রা সমুদ্রবন্দর, পদ্মা সেতু, মেট্রোরেলের সুবিধা এখন ভোগ করছে দেশের মানুষ। কর্ণফুলী টানেল, ঢাকা বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর অদূরে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুব দ্রুতই চালু হবে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আরো কয়েকটি চলমান বড় প্রকল্পের কাজ শেষ হলে দেশের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ হবে। সম্পাদনা: মাজহারুল ইসলাম