প্রকাশিত: Tue, Mar 28, 2023 5:33 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:33 PM

রমজানে প্রথম কর্মদিবসেই রাজধানীর সড়কে ভোগান্তি

এ্যানি আক্তার: টানা তিন দিনের ছুটি শেষে রমজানের প্রথম কর্ম দিবসে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। এতে যানজটে চরম ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষকে। বেলা বাড়ার সঙ্গে শহরে যানজটের পরিমাণও বাড়ছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় গাড়ি আটকে রয়েছে। সোমবার (২৭ মার্চ) মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, আসাদগেট, ধানমন্ডি, তেজগাঁও ও মহাখালী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঢাকা পোস্ট, সময় টিভি, ঢাকা টাইমস, যুগান্তর অনলাইন

এ কারণে সময়মতো অফিসে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সামনে ঈদের কেনাকাটা শুরু হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে আশঙ্কা সাধারণ মানুষের। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সূত্রমতে, বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গাড়ির চাপ বাড়ায় রাজধানীর বিমানবন্দর, কুড়িল, বনানী, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও কালশী এলাকায় যানজট রয়েছে। ট্রাফিক বিভাগ বলছে, টানা তিন দিন ছুটি শেষে সবাই আজ একসঙ্গে কর্মস্থলে যাচ্ছেন। ফলে রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। তাছাড়া রমজানে অফিস টাইম পরিবর্তনের কারণেও রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। ফলে রাজধানীজুড়ে এমন যানজট সৃষ্টি হয়েছে।

সরজমিনে রাজধানীর বিভিন্ন বাস পয়েন্টে ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন রুটে যানজটে যানচলাচল স্থবির হয়ে রয়েছে। কোথাও কোথাও ধীরগতিতে যানচলাচল করছে। কেউ কেউ গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। রমজানে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে সোমবার থেকে সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস শুরু হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী। প্রথম রোজা থেকেই নতুন সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হলেও রমজানের প্রথম দুই দিন (শুক্রবার ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। পর দিনষ রোববার (২৬ মার্চ) ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। এ কারণে বেড়েছে কর্মজীবি মানুষের চলাচল। সম্পাদনা: মাজহারুল ইসলাম