প্রকাশিত: Thu, Mar 30, 2023 5:30 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:49 PM

উপজেলা পরিষদে ইউএনওদের একচ্ছত্র ক্ষমতার বিধান বাতিল

মাজহারুল ইসলাম: উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে উপজেলা পরিষদে ইউএনওরা মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না।

আইনজীবীরা জানিয়েছেন, উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিলে কারণে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব থাকবে না। এখন থেকে উপজেলা পরিষদে ইউএনওরা সাচিবিক সহায়তা দেবেন।

বুধবার (২৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।  সম্পাদনা: ইমরুল শাহেদ