প্রকাশিত: Sun, Apr 9, 2023 4:35 AM
আপডেট: Tue, Jan 27, 2026 2:23 AM

প্রতিকূল আবহাওয়ায় পেঁয়াজের ফলনে ধস: ক্ষতির মুখে পাবনার চাষীরা

আবুল কালাম: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, পরপর দুবছর পেঁয়াজ চাষে লাভ একটু বেশি হওয়ায় এবার পাবনার পেঁয়াজ চাষীরা বেশি করে পেঁয়াজ আবাদে ঝুঁকেন। এবার পাবনা জেলায় ৪৪ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ লাখ টন।  বৃষ্টিপাত কম হওয়ায় ফলন একেবারেই  কম হয়েছে। বিগত বছরগুলোতে যেখানে বিঘা প্রতি পেঁয়াজ হতো ৮০ থেকে ১০০ মন। এবার উৎপাদন হচ্ছে ৫০ থেকে ৬০ মণ পেঁয়াজ। 

সুজানগর উপজেলার পেঁয়াজ চাষী আব্দুর রহিম, মিজানুর রহমান ও ছিকাই প্রামানিক জানান, পরপর দুই বছর পেঁয়াজ চাষে বেশ লাভ হয়েছিল। কিন্তু আবহাওয়া খারাপে বৃষ্টি না হওয়ায় গভীর নলকূপের পানি দিয়ে পেঁয়াজ লাগিয়ে চরম ক্ষতিগ্রস্ত তারা। 

তারা বলেন,  ১ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করতে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়।বিঘাপ্রতি এবার পেঁয়াজ হয়েছে ৪০ থেকে ৫০ মণ। তাতে খরচ খরচা বাদ দিয়ে কিছুই থাকে না। বর্তমান বাজারে পেঁয়াজের দর মণ প্রতি ১১০ থেকে ১২০০ টাকা।  পুষ্পপপাড়া হাটে পেঁয়াজের ব্যাপারী আব্দুল মান্নান জানান, তারা হাট থেকে ১১০০-১২০০ টাকা দরে পেঁয়াজ কিনে ঢাকাসহ বিভিন্ন জেলায় তা ১৪০০ থেকে ১৫০০টাকায় বিক্রি করেন। যানবাহন খরচ বেশি হওয়ায় লাভ কম হচ্ছে। 

পাবনা কৃষি বিভাগের কর্মকর্তা সাইফুল ইসলাম জানানভারত থেকে পেঁয়াজ না আসলে আমাদের দেশের কৃষকেরা ফলন কম হলেও লাভবান হবেন। সম্পাদনা : মুরাদ হাসান