প্রকাশিত: Sat, Apr 15, 2023 4:44 AM
আপডেট: Tue, Jan 27, 2026 4:29 AM

প্রসঙ্গ: ইংরেজিতে প্ল্যাকার্ড

বাঙালি মুসলমান এক কেবলায় স্থির থাকে না

গাজী নাসিরউদ্দিন, ফেসবুক থেকে: বৈশাখের জনসমাগমে সবাই সবকিছু বাংলাতেই লিখছে। দু’একটা প্ল্যাকার্ড দেখলাম অইঙখওঝঐ উঝঅ লেখা। এই দাবিটা ইংরেজিতেই করতে দেখি অনেককে। বামপন্থীদেরকেও। এমনিতেও চোখে লাগে। আজ একটু বেশি লাগল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা নিয়ন্ত্রিত যুদ্ধে জিহাদকে উস্কে দিতে বলব এর নাম শ্রেণি সংগ্রাম আর নিজ দেশের আইন বাতিলে আমেরিকার অনুগ্রহ চেয়ে ইংরেজিতে প্ল্যাকার্ড লিখব! বাঙালি মুসলমান এক কেবলায় স্থির থাকে না!