প্রকাশিত: Wed, May 17, 2023 2:35 PM
আপডেট: Tue, Jan 27, 2026 8:50 AM

গাসিক নির্বাচনে প্রচারণায় ব্যস্ত জাহাঙ্গীরের মা

ছেলের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি


 

হাসিব খান: ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে ভোটারদের আকৃষ্ট করতে ছেলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে ছুটে  বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

বুধবার তিনি নগরের সালনা এবং কাউলতিয়া এলাকায় প্রচারণা করেন। এ সময় তিনি বলেন, আমাকে সুযোগ দেন আপনাদের সেবা করার। এই শহরের মানুষদের অধিকার বুঝিয়ে দেওয়ার সুযোগ দেন। আমরা জানি আপনারা আমাদের সঙ্গে আছেন। ২৫ তারিখ ভোট দিয়ে আবারও প্রমাণ করে দেন, আমার ছেলে নির্দোষ। আমি জয়ী হয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই।

এরআগে, মঙ্গলবার জায়েদা খাতুন মহানগরীর টঙ্গী ও পূবাইল থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার সঙ্গে ছিলেন। 

জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, মঙ্গলবার মা’সহ নির্বাচনী প্রচরণায় অংশ নেই। টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুনকে দেখতে হাজার হাজার মানুষ এগিয়ে আসে। এমন সময় টঙ্গী বাদাম এলাকায় কিছু লোক বাধা দেয়, আমাদের গাড়ি আটকে দেয়। কিন্তু পুলিশ আমাদের কোন সহযোগী করেননি। আমি অনুরোধ করছি, আগামী ২৫ তারিখ কেউ যেন সন্ত্রাসী কার্যকালাপ না করে। সবাই সুষ্ঠুভাবে যেন ভোট দিতে পারে। সম্পাদনা : মুরাদ হাসান