প্রকাশিত: Tue, May 30, 2023 3:11 AM
আপডেট: Tue, Jan 27, 2026 12:57 PM

বিশ্বে আমেরিকার একক মোড়লগিরি শেষ হয়ে যাচ্ছে

গাজী নাসিরউদ্দিন আহমেদ

ফেসবুক থেকে

নেশন আমেরিকার বহু পুরনো পত্রিকা। হেনরি কিসিঞ্জারের জন্ম শতবার্ষিকীতে কি কাভার ছেপেছে দেখেন। শতবার্ষিকীর কেকের ওপর দেখেন রক্তের ক্রিমের ধারা। তাতে একটি রক্তের ধারা বাংলাদেশ। স্নায়ুযুদ্ধের উত্তুঙ্গ সময়ে আমেরিকা কি করত সবারই জানার কথা। স্নায়ু যুদ্ধোত্তর বিশ্বে আমেরিকার একক মোড়লগিরি শেষ হয়ে যাচ্ছে। আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র চায়? নাহ। আমেরিকা চায় বাংলাদেশ তাদের স্বার্থের পক্ষে কাজ করুক। 

শেখ হাসিনার সরকার তা করবে না। তারা চায় শেখ হাসিনাকে সরিয়ে দিতে। আগে অন্য দুর্বল ও দরিদ্র দেশে রেজিম চেইঞ্জ ছিল ওদের কাছে ডালভাত। সেইদিন আর নাই। বাংলাদেশও আর আগের মতো দুর্বল ও দরিদ্র দেশ না। তাই হাসিনা রেজিমকে হটানো কঠিন। 

শেখ হাসিনাও পশ্চিমের সঙ্গে বিবাদে জড়াতে চায় বলে মনে হয় না। আওয়ামী লীগের সামনে কঠিন সময়। দলকে কোন্দলমুক্ত করা ও সরকারের ইমেইজ বৃদ্ধি করে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া ছাড়া তাদের সামনে বিকল্প নেই।