প্রকাশিত: Sat, Jun 10, 2023 8:46 PM
আপডেট: Tue, Jan 27, 2026 3:41 PM

ভোট দিতে না পারলে চিৎকার করুন, আমরা সিসি ক্যামেরায় দেখে সিদ্ধান্ত নিবো: সিইসি

এম এম লিংকন,জহিরুল ইসলাম (সিলেট) : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় এনে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

 তিনি বলছেন, কোন ভোটার যদি সঠিকভাবে ভোট দিতে না পারেন তাহলে আপনারা চিৎকার করে দিবেন। আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নিব। শনিবার ( ১০ জুন ) সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের চলমান সিটি করপোরেশনের নির্বাচন গুলোকে এসিড টেস্ট হিসেবে নিয়েছেন নির্বাচন কমিশন। 

এই সব নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি নিয়ে উঠে পড়ে লেগেছে কমিশন। ইতোমধ্যে গাজীপুর সিটি নির্বাচনে এসিড টেস্টে উত্তীর্ণও হয়েছেন কমিশন বলে মনে করছে নির্বাচন বিশেষজ্ঞরা। এখন বরিশাল, খুলনা,রাজমাহী এবং সিলেট সিটি করপোরেশনের ভোট সুষ্ঠু ও অবাধ করে কমিশনের প্রতি ভোটারের আস্থা ফিরাতে চাইছে কমিশন।   

এসময় কাজী হাবিবুল আউয়াল বলেন, আচরণবিধির অভিযোগ এলে প্রার্থিতা বাতিল হবে। আপনারা এমন কিছু করবেন না যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়। ইভিএম প্রসঙ্গে হাবিবুল আওয়াল বলেন, ইভিএম নিয়ে অনেকেই অনেক কথাই বলেন। এটার কিন্তু পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে। এর ভেতরে জ্বিন-ভূত-প্রেত থাকে বলেও অনেকে বলেছেন। কিন্তু আমরা এই রকম কোনো কিছু পাইনি। 

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানসহ অন্য মেয়র প্রার্থী, কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল প্রার্থীরা। 

এছাড়াও মতবিনিময় সভায় নির্বাচন কাজে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।উল্লেখ্য  আগামী ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার ইলিয়াছ শরিফ, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া