প্রকাশিত: Sun, Jun 11, 2023 9:51 PM
আপডেট: Tue, Jan 27, 2026 3:41 PM

সিরাজুল আলম খানের মৃত্যুর মধ্য দিয়ে বিদায় নিলেন নিউক্লিয়াসের তিন সদস্য, অপরজন আগেই সরে যান

আনোয়ার পারভেজ হালিম, ফেসবুক থেকে: নিউক্লিয়াসের তিন সংগঠক। তাঁরা সংখ্যায় ছিলেন চার জন। আঙ্গুল ফুঁড়ে রক্তের শপথ নিয়েছিলেন স্বাধীন রাষ্ট্র নির্মাণের। শপথ বা অঙ্গীকারে অবিচল থাকতে না পারায় নিজে থেকেই সরে দাঁড়ান আবুল কালাম আজাদ। ১৯৬২ সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে তাঁরা গঠন করেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। যা পরে নিউক্লিয়াস নামে পরিচিতি লাভ করে। সর্বশেষ সিরাজুল আলম খানের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম ইতিহাসের একটি অনিবার্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। 

ধারণা করা যায়, ভবিষ্যতের কোনো এক সময়ে গবেষকদের কাছে তাঁরা হবেন অনুসন্ধানের গুরুত্বপূর্ণ চরিত্র। এটাই যে ইতিহাসের নিয়তি।

সিরাজুল আলম খানের জন্ম ১৯৪১ সালের ৬ জানুয়ারি, মারা গেছেন ২০২৩ সালের ৯ জুন। আব্দুর রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের ১ আগস্ট, মৃত্যু ২০১১ সালের ২৩ ডিসেম্বর। কাজী আরেফ আহমেদের জন্ম ১৯৪২ সালের ৮ এপ্রিল। তিনি সন্ত্রাসীদের গুলীতে ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি নিহত হন। ঈষৎ পরিমার্জিত