প্রকাশিত: Mon, Jun 12, 2023 9:00 PM
আপডেট: Tue, Jan 27, 2026 3:41 PM

দুই সিটির নির্বাচন নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন

হাতপাখার প্রার্থী তো ইন্তেকাল করেননি পেছন থেকে কেউ ঘুষি মেরেছে: সিইসি

এম এম লিংকন: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন,  আমরা কিন্তু মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের রক্তক্ষরণ দেখিনি। আমরা দেখেছি, শুনেছি যে হাতপাখার প্রার্থীকে খানিকটা আঘাত করা হয়েছে। সোমবার খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

প্রতিপক্ষের হামলায় প্রতিদ্বন্দ্বী একটি দলের মেয়র প্রার্থী আহত হয়েছেন তারপরও নির্বাচনকে সুষ্ঠু বলা যায় কি না; এই প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা ওনার বক্তব্যও শুনেছি। আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি, ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়নি। তারপরও পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাকে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।  

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে, ব্যবস্থা নিতে বলা হয়েছে।  হাতপাখার প্রার্থীকে আঘাত করায় সেটা উত্তেজনার সৃষ্টি করেছিল। সে উত্তেজনা হয়তো এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। আমাদের এখান থেকে বলা হয়েছে যে নির্বাচনোত্তর যেন কোনো উচ্ছৃঙ্খল আচরণ করা না হয়। কারণ ভোটের ফলাফল ঘোষণার পরেও অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে। এমন পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।  

সিইসি বলেন, খুলনায় যতটুকু তথ্য পেয়েছি, তাতে ৪২ থেকে ৪৫ শতাংশ  ভোট পড়ার সম্ভাবনা। এটা চূড়ান্ত নয়, কম-বেশি হতে পারে। সঠিক তথ্য এখনই দিতে পারবো না। তবে আনুমানিক যেটা বললাম বরিশালেও ৫০ শতাংশ ভোট পড়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব