প্রকাশিত: Sat, Jun 17, 2023 8:43 PM
আপডেট: Tue, Jan 27, 2026 5:01 PM

ময়মনসিংহে চলন্ত বাসে পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক ও দুই সহযোগী গ্রেপ্তার

আব্দুল্লাহ আল আমীন: শুক্রবার  রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার সীডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে।  গ্রেপ্তাররা হলেন- বাসচালক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাকিব , হেলপার ময়মনসিংহের ত্রিশালের রায়মনি এলাকার আরিফ  ও সুপারভাইজার একই উপজেলার আনন্দ দাস ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মাওনা থেকে ওই  গার্মেন্টসকর্মী বাসে করে ভালুকা ফিরছিলেন। ওই  এলাকায় পৌছালে অন্য যাত্রীরা নেমে গেলে তাকে একা পেয়ে চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে নিজেকে রক্ষায় বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে  উদ্ধার করে  একটি ক্লিনিকে ভর্তি করেন। পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভালুকা মডেল থানার  ওসি কামাল হোসেন জানান,  এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আহত নারীর চিকিৎসার খোঁজখবর ও আর্থিক সহায়তা দিতে শনিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা। এ সময় আইনি সহায়তাসহ তার পাশে থাকার আশ্বাস দেন তিনি। সম্পাদনা : মুরাদ হাসান