প্রকাশিত: Mon, Jun 19, 2023 9:36 PM
আপডেট: Tue, Jan 27, 2026 6:17 PM

২৯ জুন ঈদুল আজহা, সরকারি ছুটি ১ দিন বাড়লো, ২৭ জুন শুরু

আনিস তপন: দেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের ১০ তারিখ, বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দার। 

এদিকে, সড়কে জনদুর্ভোগ লাঘবে রাজধানী থেকে বাহির ও প্রবেশ সহজ করতে ঈদ উল আযহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করেছে সরকার। পঞ্চম দিন শনিবার থাকায় ছুটি মোট ৫ দিন হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। 

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, সাধারণত ঈদের আগে-পরে একদিন করে ছুটি থাকে। গত ঈদে সরকার একদিন বাড়তি ছুটি দেয়াতে সড়কে দুর্ভোগে পড়েনি মানুষ। ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালো ছিল। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারেন। সেজন্য সবাইকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব