প্রকাশিত: Wed, Jun 21, 2023 9:10 PM
আপডেট: Tue, Jan 27, 2026 6:33 PM

গোপালগঞ্জে স্থাপন করা হবে দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট: স্বাস্থ্যমন্ত্রী

আনিস তপন: করোনাসহ অন্যান্য রোগের ভ্যাকসিন তৈরীর লক্ষ্যে মার্কিন কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনাল এর সঙ্গে সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশের এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।

প্লান্ট স্থাপনের লক্ষ্যে এসেনসিয়াল ড্রাগস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডা. এহসানুল কবির এবং ডায়াডিক ইন্টারন্যাশনালের সিইও মার্ক এমালফেরব সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এটি একটি অত্যাধুনিক প্লান্ট হবে। এখানে শুধু করোনা ভ্যাকসিন নয়, বাংলাদেশে অন্যান্য যেসব ভ্যাকসিন প্রয়োজন, সেগুলোও এখানে তৈরি করা যাবে। পুরোপুরি উৎপাদন শুরু হলে বিদেশে ভ্যাকসিন রপ্তানি করা যাবে।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পাশে জায়গা দেয়া হয়েছে। সেখানে প্রায় ৭-৮ একর জমিতে এই প্লান্ট হবে। এখানে যে ভ্যাকসিন উৎপাদন হবে, তা অন্তর্জাতিক মানের হবে। আশা করি আমরা বিদেশে এই ভ্যাকসিন রপ্তানি করতে পারবো। আগামী ২ বছরের মধ্যে এই প্লান্টে ভ্যাকসিন উৎপাদন শুরু করা যাবে বলে আশা করছি, বলেন মন্ত্রী।

 এখানে পুরোপুরি উৎপাদন শুরু করতে ৪ বছর সময় লাগতে পারে। প্রকল্পটি সফল হলে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করতে হবে না। প্রথমে করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু হবে। পাশাপাশি অন্যান্য প্রায় ১২ প্রকার ভ্যাকসিন যেসব বাংলাদেশের প্রয়োজন সেসব ধীরে ধীরে এই প্লান্টে তৈরী করা হবে।

জাহিদ মালেক বলেন, করোনাকালে ৩৬ কোটি ডোজ ভ্যাকসিন আমদানি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে যদি এর মূল্য ধরা হয়, তাহলে এর মূল্য হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর বেশিরভাগ ফ্রি পাওয়া গেছে। বাকিটা সরকারের অর্থায়নে কেনা হয়েছে।

এডিবির কাছ থেকে এই প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে ৩০০ মিলিয়ন ইউএস ডলার পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী বলেন, তারপর যা লাগবে তা সরকার বরাদ্দ করবে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া