প্রকাশিত: Mon, Jun 26, 2023 9:25 PM
আপডেট: Tue, Jan 27, 2026 7:44 PM

আগামী মাসে সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পাঁচ শীর্ষ কর্মকর্তা

আজাহার আলী সরকার, মাজহারুল মিচেল, মোস্তাফিজুর রহমান: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল জুলাই মাসে বাংলাদেশে সফরে আসছে। ওই প্রতিনিধিদলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র নামও রয়েছে বলে সূত্রে জানা গেছে। এছাড়াও আগামী মাসে ঢাকায় আসতে পারেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ কথা জানা যায়।

সূত্রমতে, নুল্যান্ডের নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি এবং জাপাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। 

উল্লেখ্য, চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনের মাত্র মাস ছয়েক আগে এমন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর ঘিরে তাই খুব স্বাভাবিকভাবেই  সচেতন মহলের নজর থাকবে।

উজরা জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে ও সার্বজনীন মানবাধিকার এগিয়ে নিতে নেতৃত্ব দেন। এছাড়া তিনি শরণার্থী, মানবিক ত্রাণ, আইনের শাসনের অগ্রগতি, মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি, অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানবপাচার দূর করতে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টা চালান। 

জেয়ার ঢাকায় আসার বিষয়টি কোন আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে না জানালেও একটি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছে, নিরাপত্তার কারণে ঢাকায় মার্কিন দূতাবাস সাধারণত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গতিবিধি নিয়ে আলোচনা করে না। তবে বিষয়গুলো চূড়ান্ত হলে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

প্রসঙ্গত, গত বছর মার্চের ১৯-২৩ তারিখে রাজনৈতিক সম্পর্ক বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুলান্ড সহ সম্প্রতি বেশ কিছু মার্কিন কর্মকর্তা বাংলাদেশ ভ্রমণ করেছেন।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লুও চলতি বছরের শুরুতে বাংলাদেশ সফর করেন। লু বর্তমানে ওয়াশিংটনের বাংলাদেশ নীতি নির্ধারণে ব্যাপক ভূমিকা রাখছেন।

২৫ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের আনুষ্ঠানিকভাবে নতুন ভিসা নীতি ঘোষণা করার পর, লু এই সিদ্ধান্তের প্রবক্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি এটি কীভাবে বাস্তবায়িত হবে তা ব্যাখ্যা করার জন্য বাংলাদেশি মিডিয়াতে এসেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব