প্রকাশিত: Wed, Jul 12, 2023 8:21 AM
আপডেট: Wed, Jan 28, 2026 12:17 AM

বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার একটা টেকসই বন্দোবস্ত এতোদিনেও তৈরি করা গেলো না

ওয়াহিদউদ্দিন মাহমুদ, ফেসবুক থেকে: বাংলাদেশের রাজনীতির পর্যবেক্ষকরা অনেকেই হয়তো একটা তথ্য লক্ষ্য করেননি বা উল্লেখ করেন না: দেশের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত অর্ধ-শতাব্দীরও বেশি সময়ে কোনো রাজনৈতিক (অর্থাৎ দলীয় সমর্থনপুষ্ট) সরকার নির্বাচনের মাধ্যমে অন্য দলীয় সরকারের কাছে ‘সরাসরি’ ক্ষমতা হস্তান্তর করেছে। ‘সরাসরি’ কথাটি লক্ষণীয়, এমন একটিও দৃষ্টান্ত নেই। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা দেশশাসনের মূলনীতি হলেও এ ব্যাপারে একটা টেকসই বন্দোবস্ত যে এতোদিনেও তৈরি করা গেলো না, এটাই দীর্ঘমেয়াদী আর্থ-সামাজিক উন্নয়নের পথে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। লেখক: অর্থনীতিবিদ