প্রকাশিত: Wed, Jul 19, 2023 9:39 PM
আপডেট: Wed, Jan 28, 2026 12:45 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কানাডার ভিসা পাননি, এটি একটি অর্ধসত্য সংবাদ

আরিফ জেবতিক, ফেসবুক থেকে: কিছু অনলাইন মিডিয়া তাদের ক্লিক বাণিজ্যের অংশ হিসেবে এই শিরোনাম করেছে, আর বঙ্গ ফেসবুক সমাজ সেটিকে না পড়ে ( সাধারণত পড়ে না ) ভাইরাল করে বেড়াচ্ছে।

কানাডার ভিসা প্রসেস করতে অফিশিয়ালি ৩০ থেকে ৪৫ দিন লাগে। পোস্ট কোভিড সময়ে সেটি আরো বেশি সময় লাগে। শুধু কানাডা নয়, আমেরিকা সহ অনেক দুতাবাসেই নির্দিষ্ট সময়ের চাইতে অনেক বেশি সময় লাগছে। এমনকি ভারতের ভিসার মতো গণ ভিসাও এখন পেতে সময় লাগছে।

ভিসি তাঁর ভিসার আবেদন করেছিলেন ১৫ জুন। তিনি যে কনফারেন্সে যাবেন সেটি শুরু হয়েছে ১৯ জুলাই, ভিসি যেতে চেয়েছিলেন ১৭ জুলাই। স্বাভাবিক ভাবেই আবেদন থেকে তাঁর যাত্রার সময়ের ব্যবধান কাটায় কাটায় ভিসা প্রসেসের কাছাকাছি সময়। সেই সময়ের মাঝে ভিসা প্রসেস না হওয়ায় তিনি আবেদন উইথড্র করেছেন।

সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত ছিল যথাযথ সময় হাতে রেখে ভিসার আবেদন করা। মে মাসের শেষে ভিসা আবেদন করাটা নিরাপদ হতো। আর দেরিতে আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কানাডা হাইকমিশনের সাথে যোগাযোগ করে ভিসা আবেদনটি ফাস্ট ট্র্যাক করার অনুরোধ করতে পারতেন, এসব ক্ষেত্রে দুতাবাসগুলো ফাস্ট ট্র্যাক করে দেয়।

তবে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এসব ব্যাপারে অভ্যস্ত নয়, বুঝাই যাচ্ছে।

তাই মাঝখান থেকে ভিসি মহোদয়কে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হলো। কিন্তু সেটাকে ভিসা প্রত্যাখ্যান বলার সুযোগ নেই, শুধু প্রসেসগত জটিলতার শিকার বলা যেতে পারে।