প্রকাশিত: Wed, Dec 14, 2022 12:42 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:31 PM

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করলো জাতি

সালেহ্ বিপ্লব, মহসীন কবির: বাংলার আপামর জনগণ ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। সুখী সমৃদ্ধে স্বদেশ গঠনের মাধ্যমে শহীদের স্বপ্ন পূরণে নিরলস কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশের মানুষ। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ৭টায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর স্মৃতিসৌধ এলাকা ছেড়ে গেলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়। সম্পাদনা: খালিদ আহমেদ