প্রকাশিত: Tue, Aug 22, 2023 9:04 PM
আপডেট: Tue, Jan 27, 2026 5:02 PM

রিজার্ভ চুরি নিয়ে তৈরি চলচ্চিত্রে সত্যের অপলাপ করা হয়েছে: ড. আতিউর রহমান

মজুমদার বাবু: [২] বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ‘বিলিয়ন ডলার হেইস্ট’ শীর্ষক তথ্যচিত্রটি বানিয়েছেন হলিউডের তিন পরিচালক। গত ১৪ আগস্ট ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া সিনেমাটিতে ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। সাবেক গভর্নর বলেন, তাকে ভুলভাবে উদ্ধৃত করে মনগড়া ও বানোয়াট মন্তব্য করা হয়েছে। 

[৩] তিনি বলেন, শুনেছি প্রামাণ্য চিত্রটিতে বৃটিশ সাংবাদিক মিশা গ্লেনি বলেছেন, আমি নাকি বলেছি- এটা কোনো কারিগরি ভুল হতে পারে। আমরা সিস্টেম বন্ধ করব না। এই কথাগুলো সম্পূর্ণ বানোয়াট।

[৪] ড. আতিউর বলেন, ওই সময়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ওই রকম একটি সাইবার আক্রমণ ঠেকানোর মতো শক্তিশালী  ছিলো না। আর এই সীমাবদ্ধতার দায় শুধু বাংলাদেশ ব্যাংকের নয়। নিউইয়র্কের ফেড আর সুইফটেরও দায়দায়িত্ব রয়েছে। প্রামাণ্যচিত্রেও এটা স্বীকার করা হয়েছে। 

[৫] প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, সুইফটের পক্ষ থেকে লেনদেন ব্যবস্থা বন্ধ করার পরামর্শ দেবার পরও বাংলাদেশ ব্যাংক ওই সিস্টেম চালু রেখেছে। যার সত্যতা নিয়ে আছে প্রশ্ন। কারণ সুইফট কর্তৃপক্ষ যদি ঝুঁকিপূর্ণ মনে করতো তাহলে তারাই ব্যবস্থাটি বন্ধ করতে পারতো। এজন্য বাংলাদেশ ব্যাংকের পরামর্শ বা সিদ্ধান্ত তাদের আদৌ দরকার ছিলো না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব