প্রকাশিত: Fri, Jan 12, 2024 11:31 PM
আপডেট: Tue, Jan 27, 2026 2:23 AM

টিভি রিপোর্টিংয়ে কিন্তু

হাসান মাসুদ, ফেসবুক: টিভি রিপোর্টিংয়ে একটা শব্দ আমাকে খুব পীড়া দেয়। শব্দটা হচ্ছে ‘কিন্তু’। বিশেষ করে সরাসরি যারা রিপোর্ট করেন তারা এই শব্দটার যাচ্ছেতাই ব্যবহার করেন। 

যেমন, সকাল থেকেই কিন্তু কুয়াশার কারণে দুই ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে দুই ঘাটেই কিন্তু যাত্রিরা তীব্র ঠান্ডায় দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে ট্রাকচালক ও হেলপাররা কিন্তু বেশ বিপাকে পড়েছে। যাত্রীদের বিশেষ করে শিশুদের অবস্থা কিন্তু আরও শোচনীয়। এদিকে ফেরি চলাচল কখন শুরু হবে সেটা কিন্তু কেউ বলতে পারছেন না। যোগাযোগ করা হলে ফেরির এক কর্মকর্তা বলেছেন কুয়াশা কেটে গেলেই তারা কিন্তু ফরি চলাচল শুরু করবেন। ঘন কুয়াশার কারণে ইঞ্জিনচালিত নৌকা বা বোট চলাচলও কিন্তু বন্ধ রয়েছে। 

হায়রে কিন্তু।