প্রকাশিত: Fri, Dec 23, 2022 2:11 PM আপডেট: Sun, Jan 25, 2026 10:29 PM
বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষার রূপান্তর প্রয়োজন: শিক্ষামন্ত্রী
মিজান লিটন: পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষায় পরিবর্তন বা সংস্কার নয়, প্রয়োজন রূপান্তর বলে মন্তব্য করেছেন ডা. দীপু মনি। শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ মাঠে শহরের ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তবে এখন শুধু পরিবর্তন নয় রূপান্তরের কথা বলা হচ্ছে। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষা ব্যবস্থায় একটি রূপান্তর ঘটাতে হবে। তাই শিক্ষায় ব্যবস্থায় পরিবর্তন বা সংস্কারে কাজ হবে না।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবে, অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে। এছাড়াও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কারণ আমরা শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভয়ভীতি চাই না। আমরা চাই আনন্দময় শিক্ষাপদ্ধতি হবে এবং আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে, তারা শুধু প্রযুক্তিবান্ধব নয়, প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনে দক্ষ হবে এবং মানবিক সৃজনশীল মানুষ হবে।
সময়মত বই উৎসব হওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করবেন এবং ১ জানুয়ারি দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসব উদযাপিত হবে।
সম্মেলন নিয়ে ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগের সম্মেলন মানেই হচ্ছে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কারণ আওয়ামী লীগের নেতৃত্বেই ভাষা আন্দোলন হয়েছে, দেশ স্বাধীনতা পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, স্বপ্ন দেখতে পারছে তাও কিন্তু আওয়ামী লীগের কল্যাণেই সম্ভব হয়েছে।
তিনি বলেন, কাজেই সারা দেশের মানুষ আওয়ামী লীগের সম্মেলনের দিকে তাকিয়ে থাকেন। আমাদের সব সময়ই নবীন প্রবীণে মিলিয়ে নেতৃত্বে আসেন। আশাকরি নতুন নেতৃত্বও ঐতিহ্য ধরে রেখে কাজ করে যাবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট