প্রকাশিত: Tue, Dec 27, 2022 2:11 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:14 PM

হলি আর্টিজানে নিহত ৭ জাপানিদের স্মরণে স্মৃতিস্তম্ভ

কূটনৈতিক প্রতিবেদক: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায়  যে সাত জাপানি নাগরিক নিহত হন, তাদের মধ্যে ছয়জনই ছিলেন ঢাকার মেট্রোরেল প্রকল্পের পরামর্শক। তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল এর দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, ওই ঘটনার পরের সময়টি বাংলাদেশ ও জাপানের জন্যকঠিন ছিল। কারণ, হলি আর্টিজানের ঘটনার পর বিদেশিরা বাংলাদেশে এসে কাজ করতে ভয় পাচ্ছিলেন। পরবর্তী সময়ে তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

ওই ঘটনার পর পরই সরকার নিহত ৭ জন জাপানির স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপনের সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় উত্তরা ডিপো এলাকায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য সেন্টার নির্মাণ করা হয়েছে। সেখানে গত ১৫ জুন স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫-এর নতুনবাজার আন্তলাইন সংযোগ স্টেশন নির্মাণের পর স্মৃতিস্তম্ভটি নতুনবাজার মেট্রোরেল স্টেশনে স্থানান্তর করা হবে।

এদিকে, অত্যাধুনিক গণপরিবহন হিসেবে মেট্রোরেল সম্পর্কে জনসাধারণকে সম্যক ধারণা দিতে এমআরটি লাইন-৬-এর উত্তরা ডিপো এলাকায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য সেন্টার নির্মাণ করা হয়েছে। সেখানে মেট্রো ট্রেনের যাবতীয় বিষয়ে ধারণা পাওয়া যাবে। মূল মেট্রো ট্রেন সেটের সঙ্গে সামঞ্জস্য রেখে জনসাধারণকে মেট্রো ট্রেনের যাতায়াত সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে স্বয়ংক্রিয়ভাবে চলাচলে সক্ষম দুই সেট মিনি মেট্রো ট্রেন সংগ্রহ করে স্থাপন করা হয়েছে। 

মেট্রো স্টেশনের সঙ্গে মিল রেখে টিকিট কাটার মেশিন স্থাপন করা হয়েছে। মেট্রো স্টেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রবেশ ও বহির্গমন গেটও স্থাপন করা হয়েছে। প্রদর্শনের জন্য মেট্রোরেলের অভ্যন্তরে ও স্টেশনে যাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলোর সচিত্র উপস্থাপনা-সংবলিত ডিসপ্লে বোর্ড স্থাপন করছে। তা ছাড়া ভিডিও প্রদর্শনীর জন্য ভিডিও ও অ্যানিমেটেড কার্টুন নির্মাণের কাজ শেষপর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। সম্পাদনা: খালিদ আহমেদ