প্রকাশিত: Thu, Jan 12, 2023 5:09 AM আপডেট: Sun, Dec 7, 2025 1:30 AM
চারদিকে বেহেশতি বাতাবরণ!
মনজুরুল হক
আমরা ভুল। সরকার সঠিক। আমরা আশঙ্কা করেছিলাম ইনফ্লাশনে দেশ শ্রীলঙ্কার মতো হবে। সরকার জানত; হবে না। সরকার আরও জানত, এদেশের মানুষ ক্রমান্বয়ে ৫৫ ডিগ্রি তাপে টিকে থাকতে পারে, ৬ ডিগ্রিতেও পারে, সারা বছর প্রোটিন না খেয়েও পারে। দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাস, পরিবহন, সকল সেবামূল্য বেড়ে গিয়ে জনজীবন দুর্বিসহ। নীরব ঘাতকের সকল প্রকার পণ্যসহ জীবন রক্ষাকারী ওষুধের দাম বেড়েছে। এই শহরের বস্তিবাসীও ১শ টাকার কমে এক বেলা খেতে পারে না। এরকম ভয়াবহ দ্রব্যমূল্য বৃদ্ধির পরও বিনা ঘোষণায় আরও অনেক কিছুর দাম বেড়েছে। সব মিলিয়ে অবস্থা এমন যে গরিব মানুষ দূরের কথা, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতাও শেষ। এখন আমিষ-নিরামিষ, প্রোটিন-পুষ্টিযুক্ত খাবার চিন্তা কেউ করে না। শুধু বেঁচে থাকার জন্য উদরপূর্তি করে চলেছে।
এর মধ্যে একটি ‘খাদ্য’ মোটামুটি ফ্রি! সেটা খাবি খাওয়া। খাবি খেতে খেতেই মানুষ অন্য সব না-খাওয়া ভুলে আছে। তারপরও কোথাও কোনো সাড়াশব্দ আছে? কোথাও কোনো দলবদ্ধ ক্ষোভ? নেই। যা আছে মনে মনে। আর সেইসব ক্ষোভ প্রশমিত হচ্ছে উপর বসা এক বড়বাবুর কাছে নালিশ জানিয়ে। এই সবকিছু সরকারের স্টাবলিশমেন্ট জানত। তাই তারা আম জনতার রস নিংড়ে নিয়েও নিশ্চিন্ত। হার্মলেস, টেনশনলেস, থ্রেটলেস ফুরফুরে লাইফ লিড করছে। চারিদিকে বেহেশতি বাতাবরণ! লেখক ও ফ্রিল্যান্স জার্নালিস্ট
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট