প্রকাশিত: Thu, Jan 12, 2023 5:13 AM
আপডেট: Sun, Dec 7, 2025 1:30 AM

কর্নেল অলি বা কাদের সিদ্দিকীর উল্টে যাওয়ার পেছনে রাজনীতি আছে

শরিফুজ্জামান শরীফ 

কর্নেল অলি বা কাদের সিদ্দিকীর উল্টে যাওয়ার পেছনে রাজনীতি আছে। সুবিধার হিসাব আছে। সরকার বিএনপি ভাঙতে চায়। সবসময় সরকারি দল তার পাওয়ারের প্রধান প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করতে চায়, বিএনপির সময় মোহাম্মদ নাসিমের ভাই মোহাম্মদ সেলিমকে দিয়ে তৃণমূল আওয়ামী লীগ করানো হয়েছিল আর আজ নাজমুল হুদার দলকে নিবন্ধন দেওয়া দীর্ঘ রাজনৈতিক পরিকল্পনার অংশ। কিন্তু এতে লাভ হবে না। বাংলাদেশের আওয়ামী-বিএনপির ধারার রাজনীতিতে বঙ্গবন্ধু জিয়া পরিবারকে বাদ দিয়ে কেউ দাঁড়াতে পারবে না।

রোহিঙ্গা সমস্যা সমাধানের চেয়ে সেটাকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করেছে সরকার আর সরকারের বাইরে যারাই রয়েছেন তারা এটা সরকারের কাজ মনে করে বা সরকারের ব্যর্থতা দেখার অপেক্ষায় রয়েছেন। ওয়াসার এমডির পেছনে সরকারের শক্ত সমর্থন আছে, দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের আত্মীয় হিসেবে অবারিত লুটপাটের সুযোগ তিনি কাজে লাগাচ্ছেন। এখানে পানির দাম বাড়ছে, আর আমেরিকায় তার ১৪টি বাড়ি হয়েছে। ফেসবুক থেকে