প্রকাশিত: Sat, Jan 14, 2023 1:47 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:39 AM

চিত্তের ক্ষুধা মেটাতে বই লাগে

মহিউদ্দিন আহমদ

বাজারে কাগজের দাম বেড়ে যাওয়ায় বই ছাপানোর খরচ বৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কেউ কেউ এমনও বলেছেন, বইয়ের দাম ডাবল হয়ে যাবে। এ নিয়ে আমারও উৎকণ্ঠা ছিল। সম্প্রতি (কাগজ ও অন্যান্য দরকারি উপকরনণের দাম বাড়ার পর) প্রকাশকেরা আমার কয়েকটি বই ছেপেছেন এবং বেশ কয়েকটি পুরনো বইয়ের নতুন মুদ্রণ হয়েছে। তাতে দেখলাম, অন্যান্য বারের তুলনায় বইয়ের মুদ্রিত মূল্য বেড়েছে ৫ থেকে ১২.৫ শতাংশ। এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। তবে অনেক প্রকাশক বইয়ের দাম এমনিতেই বেশি দেখায়। তাদের সমস্যা হবে। 

সব পণ্যেরই দাম বেড়েছে। আমরা অনেকেই সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি। বিশেষ করে যাদের চাকরি, ব্যবসা, দোকান,  বাড়িভাড়া তোলার কিংবা চাঁদাবাজির সুযোগ নেই। চিত্তের ক্ষুধা মেটাতে বই লাগে। সবার এই ক্ষুধাটা সমপরিমাণ থাকে না। যাঁর এই ক্ষুধা আছে, তাঁর বই কেনা বন্ধ থাকবে না। পাঠক না থাকলে লেখকের মৃত্যু অবধারিত। তবে বই কেনার ব্যাপারে আমরা হয়তো আরও সিলেক্টিভ হব, যেমনটি অন্যান্য ভোগ্যপণ্যের ব্যাপারে হচ্ছি। লেখক ও গবেষক। ফেসবুক থেকে