প্রকাশিত: Sun, Jan 15, 2023 12:37 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:39 AM

সম্পূর্ণ মানুষ তৈরিতে সাংস্কৃতিক চর্চায় আমাদের যে দুর্বলতা সেটা আমার কাছে অশনি সংকেতের মতোই মনে হচ্ছে

সুজিত মোস্তফা

সেন্ট জোসেফ হাই স্কুলে শুরু হয়েছে দুইদিনব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা। ছিল বাংলাদেশের ৩০টি স্কুলের মধ্যে প্রতিযোগিতা। সেখানে নাচ-সহ বিভিন্ন ধরনের গান, আবৃত্তি, বাংলা এবং ইংরেজি আবৃত্তি, যন্ত্রসংগীত প্রতিযোগিতারও আয়োজন ছিল। এত স্কুল, এত বিষয় কিন্তু খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম, অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কম। অনেক স্কুল থেকে গানের কোনো প্রতিযোগীই আসে নাই, নাচেরো আসে নাই, আবৃত্তিরো আসে নাই। সব মিলিয়ে একেকটা বিষয়ে সর্বোচ্চ ৬ থেকে ৭ জন। কোনো কোনো বিষয়ে মাত্র একজন প্রতিযোগী ছিলো, চিন্তা করা যায়? ৩০টা স্কুল অংশগ্রহণ করছে, অথচ সেখানে কোনো কোনো বিষয়ে মাত্র একজন প্রতিযোগী। এছাড়াও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কেউ কেউ ছিল মোটামুটি ভালো, কিন্তু সামগ্রিকভাবে গুণগত মান তেমন সন্তোষজনক ছিলো না। এ বিষয়টিই পরিষ্কার হয়ে উঠেছে যে এই প্রজন্মের ছেলেমেয়েরা সেভাবে সংস্কৃতি চর্চা করছে না। 

দু’একটি ব্যতিক্রম সামনে আসলেও সেটা দিয়ে সামগ্রিক অবস্থার পক্ষে সাফাই গাওয়া উচিত হবে না। আমরা শুনেছি যে সঙ্গীত একটি গুরুমুখী বিদ্যা। আমার কাছে শুধু সংগীত নয়, মনে হয় যেকোনো প্রায়োগিক বিদ্যা যেমন খেলাধুলারো টেকনিক শিখতে হয় গুরুর কাছ থেকে। তারপর আবৃত্তিও বুঝে নিতে হয় প্রশিক্ষকের কাছ থেকে। 

নৃত্য সঙ্গীতেরই একটি অংশ, সেটিও শিখে নিতে হয় গুরুর কাছ থেকে। কয়দিন আগে একজন প্রখ্যাত সঙ্গীতশিল্পী আমাকে ফোন দিয়ে বললেন, কী আপনারা গান শেখান সুজিতদা? ওস্তাদ ইউটিউব আলী খানই তো সব শেখাচ্ছে। তার কথার কি জবাব দেবো ভেবেই পাইনি। এই অতিমাত্রায় ইউটিউব নির্ভরতা আমাদের সংগীতকে নষ্ট করছে। আর একই সময় যেটা হচ্ছে, সেটা হলো যে, অভিভাবকরা অত সচেতন নন বা অতো গুরুত্ব দিয়ে সংস্কৃতি চর্চার বিষয়টিকে দেখছেন না। স্কুলগুলো তাদের ছেলেমেয়েদেরকে সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার ক্ষেত্রে হয়তো ততোটা জোরালো ভূমিকাও রাখছে না। এই অবহেলার মধ্যেও সেন্ট জোসেফ স্কুল উদ্যোগ নিয়ে এত বড় আয়োজনটি করেছে সে জন্য আমি অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ দেব। সেই সাথে এটাও বলবো আমরা মানুষ তৈরি করতে গেলে যদি সাংস্কৃতিক ভিত তৈরি করতে না পারি তাহলে তৈরি হবে অসম্পূর্ণ মানুষ। সম্পূর্ণ মানুষ তৈরিতে সাংস্কৃতিক চর্চায় আমাদের যে দুর্বলতা সেটা আমার কাছে অশনি সংকেতের মতোই মনে হচ্ছে। একেবারে রাষ্ট্রীয়ভাবে একটি সুপরিকল্পিত পরিকল্পনা এবং কো-অর্ডিনেশন এর মাধ্যমে অগ্রসর না হলে এই দেশের ভবিষ্যৎ আমার কাছে খুবই আশঙ্কাজনক বলে মনে হচ্ছে। লেখক: সংগীতশিল্পী