প্রকাশিত: Wed, Jan 18, 2023 5:38 AM
আপডেট: Sun, Dec 7, 2025 4:05 AM

ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা মীরা দত্তগুপ্তের প্রয়াণ দিবস আজ

আশিক নূরী : [১] মীরা দত্তগুপ্ত ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা। তিনি ৫ অক্টোবর ১৯০৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃভূমি ছিল বিক্রমপুরের জৈনসার গ্রামে। তার পিতার নাম শরৎকুমার দত্তগুপ্ত। পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তিনি। তাঁর পিতামাতার মনোভাব ছিল স্বদেশী। [২] মীরা দত্তগুপ্ত বেথুন কলেজের কৃতী ছাত্রী। ১৯৩১ সালে তিনি অঙ্কশাস্ত্রে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়। এরপরে বিদ্যাসাগর কলেজে শিক্ষকতার কাজ শুরু করেন। [৩] পাঠ্যাবস্থায় মীরা বি.ভি. নামক বিপ্লবী দলে যোগদান করেন। তিনি বেণু পত্রিকার মহিলা বিভাগের দায়িত্বে ছিলেন এবং কিছুদিন ‘দক্ষিণ কলকাতা ছাত্রীসংঘের’র সম্পাদিকার দায়িত্বও পালন করেন। তিনি নারী আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করেছেন। 

১৯৩৩ সালে তাঁর গতিবিধি পুলিশের নজরে আসে। ১৯৩৭-১৯৫২ সালে তিনি দুবার বিধান সভার সদস্য নির্বাচিত হন। ১৯৪২ সালে আন্দোলনের সময় তিনি অর্থ সংগ্রহ করে বিপ্লবীদের হাতে তুলে দেন। ১৯৪৬ সালে জেল থেকে বেরিয়ে ‘ফরওয়ার্ড ব্লক’ তৈরি করেন তিনি। মীরা দত্তগুপ্ত ১৯৮৩ সালের ১৭ জানুয়ারি মারা যান।