প্রকাশিত: Fri, Jan 20, 2023 8:21 AM
আপডেট: Sun, Dec 7, 2025 5:32 AM

ভালো মানুষ মানেই ভালো পার্টনার, এমন কোনো গ্যারান্টি নেই

ফড়িং ক্যামেলিয়া

আপনার প্রেমিক কিংবা প্রেমিকা ‘ব্যক্তিটি’ হতে পারেন দুনিয়ার সবার কাছে চমৎকার মানুষ। খুব ই জনপ্রিয় মানুষ তিনি। ওনার আচরণে সবাই মুগ্ধ হয়। শুধু এই কারণে কি উনি আপনার প্রিয় মানুষ হবার যোগ্যতা রাখেন? এই কারণেই কি আপনার সুখী হওয়া উচিত? উত্তর হলোÑ না, বরং আপনার প্রিয় হবার জন্য উনি আপনার সাথে কেমন আচরণ করছেন সেটাই মুখ্য। অনেক সময় আমরা ভেবে নেই, সবার কাছে যিনি ভালো মানুষ, তিনি বোধহয় অসাধারণ সঙ্গী হবেন, সেই ভাবনা থেকেই তার প্রেমে পড়ি, তাকে ভালোবাসি। কিন্তু সম্পর্কে যাবার পরে আবিষ্কার করি,

ওই মানুষটার আচরণ বাকিদের সবার প্রতি চমৎকার হলেও আমার প্রতি বিরূপ, রুঢ়, তখন আমরা খুব ই আশাহত হয়ে ভাবতে বসি, আমি কি অপরাধ করলাম? কেন দুনিয়ার সবার সাথে তার আচরণ এক রকম, আমার সাথে অন্য রকম! তার মানে কি দোষটা আমার? আমিই খারাপ বলে তার প্রিয় হতে পারছি না? উত্তর হলো, না দোষ আপনার না। উনি সবার জন্য ভালো হলেও আপনার জন্য ভালো না। 

যেমন, সূর্যের আলো ছাড়া আমাদের অস্তিত্বই থাকবে না, কিন্তু সেই সূর্যের আলোর কারণে কারো স্কিন ক্যান্সার হয়। কিংবা পানিও কারো জন্য এলার্জির কারণ হয়। তাই বলে পানি কিংবা সূর্য কিন্তু মোটেও খারাপ না,  শুধু কারো কারো জন্য অপকারী। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা খারাপ পার্টনার হতে পারেন, আবার খারাপ মানুষটা চমৎকার পার্টনারের দায়িত্ব পালন করতে পারেন। তাই সঙ্গী নির্বাচনের জন্য কারো পাবলিক ইমেজটা মুখ্য না ভেবে  তাকে যাচাই বাছাই করে নিন। তার গুণটাকে শ্রদ্ধা করুন, মানুষ হিসেবে তাকে সম্মান করুন, তার কাজগুলোকে উৎসাহ দিন,  কিন্তু  সে  আমার জীবনে আসলেই আমার জীবন সুন্দর, এই ধারণা করবেন না। বিজ্ঞাপন দেখে কাউকে নিজের জীবনসঙ্গী বানাবেন না। ভালো মানুষ মানেই ভালো পার্টনার, এমন কোনো গ্যারান্টি নেই। ফেসবুক থেকে