প্রকাশিত: Fri, Jan 20, 2023 8:22 AM
আপডেট: Sun, Dec 7, 2025 5:33 AM

ট্রাভেলের মতো আনন্দ আর নেই

ইশরাত জাহান ঊর্মি 

কিছু অ্যাচিভ করার আগে সত্যিই তা চাই কি না সে সম্পর্কে নিঃসন্দেহ হলে অ্যাচিভ করার জন্য ৬০ ভাগ এগিয়ে যাওয়া যায়। বাকিটা শ্রম আর কপাল। প্রেমের প্রথম পর্যায়ে ভালোটা দেখাতে অপরপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে। ভেসে না গিয়ে চোখ খোলা রাখলে ভালো। সে অন্যান্য মানুষকে কতোটা রেসপেক্ট করে, অন্যদের সম্পর্কে কি ধারণা পোষণ করেÑ সেইটা লক্ষ্য করলে আসল মানুষটাকে ধরতে পারা যায়। 

ট্রাভেলের মতো আনন্দ আর নাই। যতোটা পারা যায় ভ্রমণ করেন। সে যদি ঢাকা টু টঙ্গী হয়Ñ তাও। সেটাও একটা অভিজ্ঞতা। জীবনের যেকোনও অবস্থাকে শান্তভাবে গ্রহণ না করার আগে পর্যন্ত শান্তি আসে না। আর ভেতর থেকে শান্ত-শীতল না হলে জীবন হয়ে ওঠে বৃথা পর্যটন। সম্পর্ক এক নাজুক গাছ। তারে বাঁচিয়ে রাখতে, তাজা রাখতে প্রতিনিয়ত চর্চা করতে হয়। গাছের নতুন ডাল বা পাতা আসতে কখনো কখনো ছেঁটে দেবার মতো সম্পর্কে নিতে হয় স্পেস। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে