প্রকাশিত: Wed, Jan 25, 2023 1:42 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:01 AM

প্রতিবাদ এখন সরকারবান্ধব বিরোধিতার অন্য নাম

ব্রাত্য রাইসু, ফেসবুক থেকে: এখন আমেরিকার কারণে আমাদের দেশে একটা আরোপিত গণতান্ত্রিক আবহাওয়া বিরাজ করতেছে। 

এই বসন্ত বাতাসে প্রতিবাদ জিনিসটা উৎসবের মতোই নিরাপদ খাড়াইয়া আড্ডা দেওয়ার মতো মোলায়েম একটা ব্যাপার। 

এই সময়ের প্রতিবাদরে তত মহৎ কিছু দেখানোর উপায় নাই আসলে। 

সরকারই চায় প্রতিবাদ করতে দিতে, তাই নানা ঘাপলা লাগায়। 

যাতে ইউরোপ আমেরিকারে দেখানো যায়, আহা এই দেশটি কত গণতান্ত্রিক! 

ফলে প্রতিবাদ এখন সরকারবান্ধব বিরোধিতার অন্য নাম।