প্রকাশিত: Sun, Feb 5, 2023 1:25 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:07 AM

বাংলাদেশবিরোধীদের মনে চিরস্থায়ী এক ভয়ের রেখাচিত্র এঁকে দিয়ে তেরোর সেই গণজাগরণ

কবির য়াহমদ : মুখোশটা খুব শক্ত করে বেঁধে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশি-ভিনদেশির বাইরে সকল শ্রেণির মানুষের কাছে তেরোর গণজাগরণ ছিলো অসাধারণ, অনন্য এক আন্দোলন। এই আন্দোলন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দায়ীদের সর্বোচ্চ শাস্তির পথ দেখিয়ে দিয়েছে। এই আন্দোলনে একাত্তরের জনতার জয় বাংলা স্লোগান জনতার কাছে ফিরিয়ে দিয়েছে। এই আন্দোলনের পর গণধিকৃত জামায়াতে ইসলামির রাজনীতির পথ অনেকটাই রুদ্ধ হয়ে গেছে, প্রকাশ্য রাজনীতির।

আন্দোলনের সুফল কে ঘরে তুলেছে, কে ঘরে তুলতে আগ্রহী ছিলো নাÑ এই আলোচনা মুখ্য নয়। যারা একাত্তরের চোখে দেশে দেখেছিল, তারা সুফলভোগী থাকাটাই স্বাভাবিক। বিপরীতে যারা একাত্তরের চোখে দেশ দেখতে চায়নি তাদের পরিণতি একাত্তরের মতোই হবে, এটা অস্বাভাবিক নয়। বিচিত্র কিছু হয়নি, তাই যার যার প্রাপ্য তার তার ঘরে কিংবা কপালে। 

এক দশকে গণজাগরণ। এই দীর্ঘ পথ পরিক্রমায় যেখানে যতোকিছুর আলোচনা হোক সেখানে অবধারিতভাবে আসে গণজাগরণ, তেরোর সেই গণজাগরণ। আমরা গর্বিত এর অংশ হয়েছি বলে, আমরা গর্বিত বাংলাদেশে বাংলাদেশবিরোধীদের প্রায়শ্চিত্ত ও পরিণতির পথ দেখিয়ে দিয়েছি বলে। 

বাংলাদেশের ইতিহাসে তেরোর এই গণজাগরণ এক উজ্জ্বল ঘটনা। বাংলাদেশবিরোধীদের মনে চিরস্থায়ী এক ভয়ের রেখাচিত্র এঁকে দিয়ে তেরোর সেই গণজাগরণ। দেশ ঘুমিয়ে, শাহবাগ ঘুমিয়েÑঅবস্থা যাই থাকুক; যদি জেগে ওঠে শাহবাগ, যদি জেগে ওঠে দেশÑএই ভয় তাদের স্থায়ী হয়ে গেছে। লেখক ও সাংবাদিক