প্রকাশিত: Sun, Feb 5, 2023 1:28 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:03 AM

যুদ্ধটা সংস্কৃতির, যা পশ্চিমবঙ্গ খুব পরিকল্পিতভাবেই নিজেদের কব্জায় নিয়ে নিচ্ছে!

আশরাফুল আলম খোকন : ভাইরাল ‘মাইয়া তুই অপরাধী রে’ গান কোন দেশে প্রথম ভাইরাল হয়? হিরো আলম প্রথম ভাইরাল কোন দেশে হয়? কাকলি ফার্নিচার বিজ্ঞাপন ভাইরাল প্রথম কোন দেশে ভাইরাল হয়? সবগুলোর উত্তর একটাই। এগুলোর প্যারোডি, কাভার প্রথম ভাইরাল করা হয় ভারত তথা পশ্চিমবঙ্গে। যদিও এগুলোর কোনোটিই বাংলা গান, বাংলার হিরো কিংবা বাংলা বিজ্ঞাপনের মানদণ্ড না। কিন্তু ‘ভার্চুয়াল জগতে’ সার্চ দিলে এসবই এখন বাংলাদেশের সংস্কৃতির মানদণ্ড। যা খুব পরিকল্পিতভাবেই বানানো হয়েছে। 

আগে,আমাদের অমরএকুশে বইমেলায় ভারতীয় বিখ্যাত লেখকদের ব্যাপক সমাগম ঘটতো। এখন আমাদের দেশের কবি, সাহিত্যিকরা উৎসব করে কলকাতা বইমেলায় যান। রবীন্দ্র ভারতী, নজরুল একাডেমি ওখানে আছে আগে থেকেই, শহীদ মিনারও বানিয়েছেন। আমাদের বিখ্যাত অনেক ফোক গানের নাম  লিখে সার্চ দিলে কলকাতার শিল্পীদের গাওয়া গানগুলোই ইউটিউবে আগে চলে আসে। 

আমাদের দেশের নাম ‘বাংলাদেশ’, তারা পশ্চিমবঙ্গের নতুন নাম রেখেছেন ‘বাংলা’। এ যুদ্ধটা সংস্কৃতির, যা পশ্চিমবঙ্গ খুব পরিকল্পিতভাবেই নিজেদের কব্জায় নিয়ে নিচ্ছে। তাদের এই চেষ্টার প্রতি আমার শ্রদ্ধা। কারণ বাংলাকে ভালোবেসেই তারা এই চেষ্টা চালাচ্ছেন। শতবর্ষ পরে হয়তো বাংলা সংস্কৃতির সূতিকাগার হিসাবে বিশ্ব কলকাতাকেই চিনবে। শুধু নামমাত্র দেশটা থাকবে আমাদের। যেখানকার মানুষ এই ভাষার জন্য প্রাণ দিয়েছেন। ফেসবুক থেকে