প্রকাশিত: Mon, Feb 6, 2023 2:14 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:07 AM

বিদ্রোহের ক্ষমতা ও ভীতি : গণতন্ত্রের কাজ করার পূর্বশর্ত

মাসুদ রানা : গণতন্ত্র বলতে যা বুঝানো হয়, তা জনগণের বিদ্রোহের আইনগত অধিকার এবং সে-বিদ্রোহে শাসকের ক্ষমতা হারানোর বাস্তবিক আশঙ্কা ছাড়া কাজ করে না। বিদ্রোহ হতে পারে সহিংস কিংবা অহিংস, কিন্তু শাসককে ভয় পাইয়ে দেওয়ার ক্ষমতা থাকা চাই। সহিংস বিদ্রোহ যদি দমনযোগ্য নয়, তাকে শাসকের ভয় পায় না। একইভাবে অহিংস বিদ্রোহের যদি আঘাত করার ক্ষমতা না থাকে, তাকেও শাসকেরা ভয় করে না।

বাংলাদেশে গণতন্ত্র নেই কেনো? কারণ দেশটির জনগণ গণতন্ত্রের জন্যে উপযুক্ত নয়। এ-দেশের মানুষের মধ্যে জাতির নামে, ধর্মের নামে, বংশের নামে, অঞ্চলের নামে সামষ্টিক অহংকার থাকলে, প্রায় কোনো ব্যক্তিরই কোনো আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধ নেই। এদেশে আদর্শের নামে ব্যক্তিকে দাসানুসান বানানো হয়। আর, যে-সমাজে ব্যক্তির আত্মমর্যাদা ও আত্মসম্মান নিই, সে-সমাজে তার কোনো অধিকারও থাকে না। 

আমার স্বজাতির মানুষেরা মানুষ হিসবে খুবই নীচ। আর নীচ বলেই আমরা স্বৈর-শাসিত এবং স্বৈরানুরাগী। এই যে বড়ো-বড়ো নেতার প্রতি আমাদের জান-কুরবান ভক্তি, এদের প্রত্যেকেই স্বৈরশাসক এবং আমরা এদেরই ভালোবাসি। তো, গণতন্ত্র আসবে কোত্থেকে? লণ্ডন, ইংল্যাণ্ড