প্রকাশিত: Mon, Feb 6, 2023 2:24 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:07 AM

যে কারণে রাজনৈতিক টকশোর দাফন রচিত হবে অচিরেই!

খুজিস্তা নূর-ই নাহারিন : বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, গৃহবন্দী। সময় কাটছে না কিছুতেই। ইউটিউবে টক শো দেখতে চাইলাম। প্রায় ১০ বছর টেলিভিশন দেখি না। টকশো দেখতে গিয়ে মনে হলো, আমার মতো আপনারাও কি টেলিভিশন দেখা ছেড়ে দিয়েছেন? প্রশ্ন কর্তা জিজ্ঞেস করে একটি উপস্থিত বক্তা মুখস্ত বলা শুরু করে, প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নেই, কিন্তু তিনি বলতেই থাকেন। 

নতুন কয়েকটি অনলাইন চ্যানেলের অবস্থা আরও ভয়াবহ, তাদের শব্দ শৈলী নেই, বাচনিক নান্দনিকতা নেইÑ একের প্রতি অপররের শ্রদ্ধা এবং সম্মান দিয়ে যে রাজনৈতিক আদর্শগত লড়াই, কূটকৌশলের যে আনন্দ সবটাই অনুপস্থিত। কিছু কিছু অখ্যাত চ্যানেলে টকশো দেখলে মনে হয়, এর থেকে বস্তিবাসির ঝগড়া বেশি উপভোগ্য। কিছু রূপবতী নারী চিৎকার চেঁচামিচি করাকেই টকশো বলে মনে করেন। এরা নিজেরাও জানেন না কিংবা বুঝার ক্ষমতা নেইÑ এই টকশো তার নিজের জন্য এবং দলের জন্য কতোটা সম্মান হানিকর।  

বুদ্ধিজীবীদের অনুপস্থিতি হতাশাব্যঞ্জক। সব দল থেকে ঠিক করে দেওয়া উচিত কারা দলের পক্ষে কথা বলার জন্য উপযুক্ততা রাখেন । 

নতুবা আমাদের দর্শকদের প্রিয় রাজনৈতিক টকশোর দাফন রচিত হবে অচিরেই। ফেসবুক থেকে