প্রকাশিত: Mon, Feb 6, 2023 2:27 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:07 AM

মিছিল থেকে এরেস্ট করলে জেলহাজতে খাওয়া ফি!

আব্দুল হাই সঞ্জু : বাংলাদেশে এক ডজন ডিমের দাম ১২০ টাকা। একটা ডিমের দাম ১০ টাকা। ভোগ্য পণ্যের দাম এখনও মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে। এ কারণে এখনও মধ্যবিত্তের পিঠ দেয়ালে ঠেকেনি। বিএনপির নেতারাও সব উচ্চ মধ্যবিত্ত। তাদের পিঠও দেয়াল থেকে অনেক দূরে। তাই বিএনপির আন্দোলনে মধ্যবিত্ত যায় না। গরিব মানুষ তো আন্দোলনের নেতৃত্বে থাকে না। তাই সরকারও চাপ অনুভব করছে না। 

গরিবদের জন্য সুখবর হলো, পুলিশ এখন আর মিছিলে লেথাল বুলেট (যে গুলিতে মৃত্যু হতে পারে) ব্যবহার করে না, রাবার বুলেট ব্যবহার করে। মিছিল থেকে এরেস্ট করলে জেলহাজতে খাওয়া ফ্রি। অর্থাৎ ঘরে থাকলে কিনে খাবেন, কারাগারে গেলে খাওয়া ফ্রি। ভেবে দেখতে পারেন। আর যদি এভাবে ভাবতে না চান, তাহলে আপনার পিঠ দেয়ালে ঠেকে নাই। আপনি ভালোই আছেন। শেখ হাসিনাকে আরও সময় দেন। লন্ডন। ফেসবুক থেকে