প্রকাশিত: Mon, Feb 6, 2023 2:30 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:03 AM

নতুন প্রজন্মের অর্থনীতিবিদরা কি ২১ পরিবার’ নিয়ে আলাপ-আলোচনা তুলতে সময় দেবেন?

আলতাফ পারভেজ : গোবাল ওয়েলথ ডেইটালুকের রেফারেন্স দিয়ে বণিকবার্তা ৫ ফেব্রুয়ারি লিখেছে, ‘দেশে ৫ হাজার কোটি টাকার বেশি সম্পদ আছে ২১ ব্যক্তির হাতে’। পাকিস্তানে ছিলো ‘২২ পরিবার’। তাদের দেখিয়ে সেসময় ঢাবির অর্থনীতিবিদ দল মেনিফেস্টো লিখেছিলেন, ‘এক দেশে দুই অর্থনীতি’ চলতে পারে না। ঢাকা থেকে জন্ম নেওয়া বিখ্যাত ওই ‘টু-ইকোনোমি থিওরি’ মানুষকে তখন রাস্তায় নামিয়ে এনেছিলো। আমাদের সেই অর্থনীতিবিদের অনেকে এখনো জীবিত। সভা-সেমিনারেও যান মাঝে মাঝে। শ্রদ্ধার পাত্র তাঁরা। কিন্তু এখন যে গুটিকয়েকের হাতে সম্পদের পুঞ্জিভবন চলছে সে বিষয়ে তারা খুব একটা মুখ খোলেন না। এখন এক দেশে ‘দুই অর্থনীতি’ চলছে কি না সে বিষয়ে তাঁদের প্রশ্ন তুলতে কতোটা দেখি আমরা? পাকিস্তান আমলের ২২ পরিবারের নাম-ধাম আমরা জানি। কিন্তু আজকের ২১ জনের নাম কি জানি? জানার সুযোগ আছে? কেন জানতে পারছি না আমরা? কেন এই ২১ জনের ব্যাপারে পত্রপত্রিকায় এতো নীরবতা। নতুন প্রজন্মের অর্থনীতিবিদরা কি এই ‘২১ পরিবার’ নিয়ে আলাপ-আলোচনা তুলতে সময় দেবেন? এখন তো আর আইয়ুব খানের মার্শাল ‘ল’ নেই। ফেসবুক থেকে