প্রকাশিত: Tue, Feb 7, 2023 2:19 PM
আপডেট: Sun, Dec 7, 2025 10:19 AM

ইন্ডিয়া আর মার্কিনিদের চীন বিশ্লেষণ

আফসান চৌধুরী : [২] ইন্ডিয়া আর মার্কিনিদের চীন বিশ্লেষণ তাদের দেশের নাগরিকদের কাছ জনপ্রিয়, কিন্তু বারবার ধাক্কা খাচ্ছে বাস্তবতার কাছে। প্রথম ছিলো এই কোভিডে চীন শেষ! তারপর হলো, ওদের অর্থনীতি শেষ। তারপর হলো বেলুন শেষ...। শেষটা ছাড়া কোনোটা সঠিক হয়নি। এখন চলছে যাই করুক চীনাদের অর্থনীতি শেষ। 

[৩] কিন্তু ভারতীয় অর্থনীতি বরং আদানির ধাক্কায় বড় ক্ষতির সামনে ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় বড় চির ধরেছে ও আর মার্কিন ইনভেস্টর মহল বলছে চীন আরো সবল হবার সম্ভাবনাও রয়েছে। [৪] ইন্ডিয়া আর মার্কিনিদের মিডিয়া হচ্ছে দেশ প্রেমিকগণ মাধমের উদাহরণ যার জন্য বাংলাদেশের মানুষ এতো আকুল হয়ে থাকে। মিডিয়া যে কেবল সংবাদবাহক, এটা কেউ মানতে রাজি না। আর যে দেশে মিডিয়া নাই সেই দেশ নিয়মিতভাবে সবল হচ্ছে -চীন। লেখক ও গবেষক