প্রকাশিত: Tue, Feb 7, 2023 2:21 PM আপডেট: Sun, Dec 7, 2025 10:21 AM
হিরো আলমকে নিয়ে কথা বলতে রুচিতে বাধে!
কাজী এম মোরশেদ : উপনির্বাচন বা ভোটের রেজাল্ট, হিরো আলম, কিছু নিয়াই বলে নাই। বলার কিছু তেমন নাই। হিরো আলমের অভিযোগে মনে হয় সত্যতা আছে, যদি দশ কেন্দ্রের ফল প্রকাশের আগেই রেজাল্ট হয়, নির্বাচন কমিশন দায় এড়াতে পারে না। বিশেষত কথা তোলা মাত্র যখন ছ্যাৎ করে উঠছে। তবে ওবায়দুল কাদেরকে ভোটে ডাকা, এটা পলিটিক্যাল রেটোরিক হিসাবে, ভালো লাগছে। হিরো আলমকে উঠতে দিবেন না ভালো কথা, সে আপনারে টাইনা নামাতে পারে। পরিষ্কার? সাবেক আইজিপি শহীদুল হকের নাকি রুচিতে বাধে। ভাই আপনি কোন কংসরাজের বংশধর যে আপনার রুচি নিয়ে চিন্তা করতে হবে? হিরো আলম এন্টারটেইনার, কিন্তু সঙ্গে একজন ট্যাক্স পেয়িং নাগরিক। তার সংসদে যাবার সক্ষমতা আছে। যদি এই কথায় আপত্তি থাকে, আমি উদাহরণ দিই।
সংগীতশিল্পী মমতাজ একজন এন্টারটেইনার, ট্যাক্স পেয়ার তারও সংসদে যাবার সক্ষমতা আছে। ২০১৪ সালের নির্বাচনে মমতাজ শিক্ষাগত যোগ্যতা লেখেন তিনি পঞ্চম শ্রেণি পাস, ২০১৮ সালে লেখেন দশম শ্রেণি পাস। এই যে পাঁচ বছর লেখাপড়া করছেন। এইটাকে ছোট করে কেন দেখবেন? ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে ভোট হবে না, এইটা সবাই বুঝি। এইজন্য রেটরিক বললাম। কাদের সাহেব খেলা হবে করতে থাকেন তার জবাব হিরো আলম দিছেন। সংসদ ভবন এমন কোনো জায়গা না যে গেলেই পুত পবিত্র হয়ে যায়। কাদের সাহেবের বক্তব্য এইজন্য আপত্তিকর। এইসব বক্তব্য যারা দেন, তারা পবিত্রঘরে বসেন? লা হাওলা। এইটা আমার ধারণা, স্রেফ ধারণা। যদি হিরো আলমের এলাকায় নির্বাচন হয়, সেটা ব্যালটে সুষ্ঠ হয়, তাহলে কাদের সাহেব হারবেন। এইজন্য না হিরো আলম মহা পপুলার, বরং কাদের সাহেবের কথা আজকাল জনগণ তেমন সিরিয়াসলি নেয় না। তবে দুইজনের মধ্যে একটা ইংরেজি ভাষণ প্রতিযোগিতা হতে পারে! দ্যাট উড বি এন্টারটেইনিং। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট