প্রকাশিত: Tue, Feb 7, 2023 2:23 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:07 AM

রাষ্ট্র কেন হিন্দু নারীদের সমঅধিকারের বিষয়টা আমলে আনছে না?

মনোরমা বিশ্বাস : বিয়ে যেমন আনন্দের বিষয়, বিবাহ-বিচ্ছেদও তেমনি শান্তির বিষয়। তবে পরগাছাদের জন্যে বিয়ে বিচ্ছেদ বা বিধবা হওয়া একটা ভয়াবহ বিষয়। যেমন, বাংলাদেশের হিন্দু মেয়েদের জন্যে বিয়ে ভাঙ্গা বা বিধবা হওয়া একটা আতঙ্কের বিষয়। কারণ হিন্দু মেয়েরা তো পরগাছা। এরা অন্যের আশ্রয়ে বাঁচে। হিন্দু মেয়েরা জমিদারের মেয়ে হলেও এককণা জমি পায় না বাবার কাছ থেকে। আবার স্বামী যত ধনীই হোক না কেন, তার টাকা খরচ করার অধিকার বউয়েরা তেমন পায় না। ব্যতিক্রম আছে, তবে ব্যতিক্রম নিয়ে তো সংসার চলে না। শাস্ত্রে আছে, স্বামী যত খারাপই হোক না কেন, বউ তার নিন্দে করতে পারবে না। 

বউকে মেরে ফেললে কোনো শাস্তির বিধান নেই, একটা বেজী বা নেইল মারার সমান পাপ হয়। একটা গাছ যেমন মাটিকে আশ্রয় করে বাঁচে, মেয়েরাও তেমনি স্বামীকে আশ্রয় করে বাঁচে। এসব আমি শাস্ত্র পড়ে জেনেছি। বউকে মেরে ফেললে রাষ্ট্র নিশ্চয়ই তার শাস্তির বিধান করে, তবে রাষ্ট্র কেন হিন্দু নারীদের সমঅধিকারের বিষয়টা আমলে আনছে না? এ ব্যাপারে কেন শাস্ত্রের বিধান মানছে? ইরানের মেয়েদের মতো বাংলার মেয়েরা কবে রুখে দাঁড়াবে? ফেসবুক থেকে