প্রকাশিত: Thu, Feb 9, 2023 2:51 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:28 PM

একবার রেজাল্ট খারাপ করা মানুষ কেন জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবেন না

গোলাম সারোয়ার : যারা রেজাল্ট খারাপ করেছে তাদের মন খারাপ করতে নিষেধ করবো। মনে রাখবেন, জীবন যেকোনো অবস্থা থেকে শুরু করা যাবে। জীবন যেকোনো পথে পরিবর্তিত হয়ে যায় তা মানুষ নিজেও জানে না। শুধু চেষ্টাটা করে যেতে হবে। চরমহীন অবস্থা থেকে চরম উৎকর্ষে যাওয়ার ইতিহাস পৃথিবীতে রাশি রাশি আছে। আমি নিকট অতীত থেকেই একটি উদাহরণ দিই। ব্রিটিস আমলে রায় বেরিলি জেলায় এক তেজস্বী পুরুষের জন্ম হয়। তাঁর নাম সৈয়দ আহমদ বেরলভি। এই ব্যক্তি পেশাগত জীবন শুরু করেন প্রথমত একজন কুখ্যাত ডাকাতের সহকারী হিসেবে। বহু বছর যাবত তাঁরা মালওয়া অঞ্চলে লুটতরাজ চালাতো। 

পরবর্তী জীবনে তিনি স্বপ্ন দেখেন বাংলাসহ সমগ্র ভারতবর্ষব্যাপী একটি সুসংগঠিত স্বাধীনতা আন্দোলনের এবং পরবর্তীকালে তৎকালীন ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে মর্দান পর্যন্ত বিশাল অঞ্চলে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সাম্প্রদায়িক সংকীর্ণতার দোষে সে রাষ্ট্র টিকেনি। কিন্তু একজন মানুষ, যিনি ডাকাতি দিয়ে জীবন শুরু করেন, তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন! আমি শুধু এই পয়েন্টটি কোর্ট করবো। মানে একজন পচে যাওয়া মানুষ যদি এত বড় মানুষ হয়ে উঠতে পারেন, তবে একবার রেজাল্ট খারাপ করা মানুষ কেন জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবেন না। লেখক: কলামিস্ট