প্রকাশিত: Tue, Feb 14, 2023 2:41 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:03 PM

লেখকের যৌনজীবন এবং ‘নারীবাদিতা’

শেখ মুন : একজন লেখক তার জীবনে ক’জনের সঙ্গে সেক্স হয়েছে, সেটা প্রকাশ করাকে আমি ‘নারীবাদীতা’ মনে করি না। কেন নারীবাদীদের এটাক্ট করা হচ্ছে বুঝলাম না। লেখকের ব্যক্তি ইচ্ছে, এমনকি যার সঙ্গে সেক্স হয়েছে তার কনসেন্ট নিয়ে লিখতে হবে সে ঔচিত্যবোধ লেখক মেনে চলবে কি চলবে না সেটা যারা শুয়েছে তাদের বিষয়। যদি একজন মনে করে কনট্র্যাক্ট ভায়োলেশন হয়েছে আরেকজন প্রতিকারের জন্য অ্যাক্ট করবে। আমাদের জ্বর কাচার বিষয় নয়। 

যখন তুমি শুয়েছো, একা শোওনি, অন্যজন তার গল্পে তোমার নাম আনলে কাকা তুমি অভিযোগ করবে? শোওয়া শুয়িতো দলিল করে করোনি যে, এইযে আমি শুলাম, তা অন্য কাউকে প্রকাশ করতে পারবে না। কিন্তু যেটা অপ্রাসঙ্গিক এবং আনইথিক্যাল সেটা হলো, যার সঙ্গে তুমি শোওনি, তুমি যার সঙ্গে শুয়েছো সে কবে কার কার সঙ্গে শুয়েছো তাদের নাম ধাম নিয়ে লেখা। কোথাও একটা বর্ডার লাইন আছে। যার নাম পার্সোনাল ইন্টিগ্রিটি এবং এর আন্ডারে আইন আছে। সেটার ভায়োলেশন মামলাযোগ্য অপরাধ। ক্ষতিপূরণযোগ্য অ্যালিগেশন। এ ইউরোপে বরং বেশি আইন ও রেগুলেশন মেনে চলা হয়। ফেসবুক থেকে