প্রকাশিত: Wed, Feb 15, 2023 1:56 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:29 PM

মুক্তিবাহিনীপ্রধান সেনাপতি আতাউল গণি ওসমানীর প্রয়াণ দিবস

আশিক নূরী : [১] মুহাম্মদ আতাউল গণি ওসমানী (জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। [২] ওসমানীর ১ সেপ্টেম্বর ১৯১৮ সালে সুনামগঞ্জে জন্মগ্রহন করেন। তাঁর পৈত্রিক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানায়। তাঁর পিতা খান বাহাদুর মফিজুর রহমান ও মাতা জোবেদা খাতুন। [৩] পিতার চাকরির সূত্রে ওসমানীর শৈশব-কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায়। তিনি ১৯৩৪ সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন অসাধারণ কৃতিত্বের সঙ্গে। সমগ্র ব্রিটিশ ভারতে তিনি প্রথম স্থান অর্জন করেন। এই অসাধারণ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার এম. এ. জি. ওসমানীকে প্রাইওটোরিয়া পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করে। পরবর্তী সময়ে তিনি ১৯৩৮ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। [৪] ওসমানী ১৯৩৯ সালে রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। 

দেরাদুনে ব্রিটিশ- ভারতীয় মিলিটারি একাডেমীতে প্রশিক্ষণ শেষে তিনি ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশনড অফিসার হিসেবে এবং ১৯৫১ সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ১ম ব্যাটেলিয়নের অধিনায়ক নিযুক্ত হন। ওসমানী ১৯৬৭ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। [৫] মুহাম্মদ আতাউল গণি ওসমানীর স্মরণে ঢাকায় ‘ওসমানী উদ্যান’ গড়ে উঠেছে ও বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে ‘ওসমানী মেমোরিয়াল হল’ স্থাপিত হয়েছে। এছাড়া তাঁর সিলেটস্থ বাসভবনকে জাদুঘরে পরিণত করা হয়েছে। সরকারি উদ্যোগে সিলেট শহরে তার নামে একটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি ক্যান্সারে আক্রান্ত ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান।