প্রকাশিত: Wed, Feb 15, 2023 2:05 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:29 PM

পাঠকের চিত্তের ক্ষুধা যতদিন থাকবে, ততদিন ভালো বই লেখা ও প্রকাশের সামাজিক চাহিদা থাকবে।

মহিউদ্দিন আহমদ : মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা উঠেছে। আমার কথা বরাবরই এক রকম, লেখক কী লিখবেন, প্রকাশক কী ছাপবেন আর পাঠক কী পড়বেন, এটা তারাই ঠিক করবেন। যে বই পাঠক গ্রহণ করেন না, সে বই যতোই প্রমোট করুন, লাভ নেই। যে বইয়ের প্রতি পাঠকের আগ্রহ আছে, নিন্দামন্দ করে তা ঠেকানো যায় না। বই পাঠকপ্রিয় হয় বইয়ের কনটেন্টের গুণে। একবার একটা বই পাঠকপ্রিয় হলে তখন ওই বইয়ের লেখকের ওপর পাঠকের বিশ^াস ও আস্থা তৈরি হয়। সেজন্য লেখককেও সচেতন থাকতে হয়। 

আমার লেখার বিষয় রাজনীতি। আমার অভিজ্ঞতা বলে, রাজনৈতিক দলগুলো মতপ্রকাশের পথে বড় বাধা। তাদের মহান বাণী আর ঈশ্বরতুল্য নেতাদের নিয়ে তাদের পছন্দের বাইরে কিছু লিখলেই তারা হই হই করে উঠে, লেখকের চামড়া তুলে নিতে চায়। আরেকটা কথা। কে না জানে, এদেশে লেখক আর প্রকাশকদের মধ্যে দলাদলির অন্ত নেই। তাদের অনেকেই হিংসুটে, পরশ্রীকাতর আর প্রতিহিংসাপরায়ণ। আমরা তাদের চিনি। তারা আমাদের সামনেই ঘোরাঘুরি করেন। তাদের নোংরামির শিকার হন অনেক লেখক ও প্রকাশক। পাঠকের চিত্তের ক্ষুধা যতদিন থাকবে, ততদিন ভালো বই লেখা ও প্রকাশের সামাজিক চাহিদা থাকবে। তার জোগানও থাকবে। বাজে লোকগুলো ঝরে পড়বে। হতাশ হওয়ার কিছু নেই। ফেসবুক থেকে 

 লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক