প্রকাশিত: Thu, Feb 16, 2023 8:59 AM আপডেট: Mon, Jan 26, 2026 3:28 PM
বইমেলার খুঁটিনাটি!
ফরিদ কবির : [১] বইমেলার ভালো-খারাপ দুই’ই আছে। কিন্তু বইমেলার ভালো দিকগুলো নিয়ে কথা বলার চাইতে খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করতেই আমি বেশি আগ্রহী। যেমন, বইমেলায় এখনো প্রচণ্ড ধুলা। বইমেলা থেকে বাসায় ফেরার পর নাক থেকে মোটামুটি একশ গ্রাম ধুলা বেরোয়। পাঠক-দর্শকদের বুকে গিয়ে এই ধুলা কতোটা জমছে, কে জানে, বাংলা একাডেমি চাইলে সহজেই এ কাজটা করতে পারে। বইমেলায় ঢোকার সময় পানির একটা করে বোতল দর্শকদের হাতে ধরিয়ে দিতে পারে। বইমেলায় পানি ছিটানোর কাজটা পাঠক- দর্শকের ঘাড়ে চাপিয়ে দিলে দুটো সুবিধা। (সুবিধার কথা এখানে না বললেও চলে, আপনারা সেটা বুঝে ফেলেছেন)।
[২] বাংলা একাডেমির মূলমঞ্চে প্রতিদিনই আলোচনা, প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ এসব চলছে। এসব অনুষ্ঠানে যতোজন আলোচক মঞ্চে থাকেন, ঠিক ততোজন দর্শকও সেখানে থাকেন না, গতকাল একজন আলোচক জানালেন, তার আলোচনার সময় মাত্র ১৭ জন দর্শক ছিলেন। একাডেমি দর্শকসংখ্যা বাড়াতে প্রত্যেক দর্শকের জন্য দর্শনীর ব্যবস্থা রাখতে পারে। ৫০০ দর্শকের প্রত্যেককে ৫০০ টাকা করে দিলে খরচ হবে আড়াই লক্ষ টাকা। ১৫ দিনের জন্য খরচ পড়বে ৩৭.৫০ লক্ষ টাকা। সঠিক পরিকল্পনা থাকলে আগামীবার এ টাকাটা জোগাড় করা খুব কঠিন হবে বলে মনে হয় না। প্রতিদিন ৫০০ দর্শক পাওয়া গেলে এ রকম একটা অনুষ্ঠানের জন্য প্রতিদিন ২.৫০ লক্ষ টাকার স্পন্সর জোগাড় করা কী এমন কঠিন কাজ।
[৩] বইমেলার সময় প্রতিদিন শত শত বই বেরোচ্ছে। এর মধ্যে কোনটা ভালো, কোনটা অখাদ্য- সেটা পাঠকের পক্ষে ঠাহর করা খুবই মুশকিল। একাডেমি চাইলে প্রকাশিত ভালো বই সম্পর্কে পাঠককে একটা খোঁজ দিতে পারে। দশ- পনেরো জনের একটা টিমকে এ দায়িত্ব দেয়া যেতে পারে। সঙ্গে একটা সুবিশাল ডিজিটাল বোর্ড দিলেই হবে। সেখানে প্রতিদিন বিকেল তিনটা থেকে প্রদর্শিত হবে প্রকাশিত ভালো বইয়ের একটি তালিকা। [৪] বই কিনতে শুরু করেছি। দয়া করে কেউ নিজের বই কিনতে বলবেন না। তবে, কোনো ভালো বইয়ের সন্ধান পেলে আমাকে জানাতে পারেন।
লেখক: কবি। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট