প্রকাশিত: Thu, Feb 23, 2023 10:00 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:29 PM

লেখক কালীপ্রসন্ন সিংহের জন্মদিন, তিনি মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন

পাপ্পী আয়ান : [১] কালীপ্রসন্ন সিংহ ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও সমাজসেবক। তিনি বাংলা সাহিত্যে তাঁর দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন। প্রথম- বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং দ্বিতীয়- তার বই হুতোম প্যাঁচার নকশা। তিনি ঊনবিংশ শতকের একজন বাংলা-সাহিত্য আন্দোলনে অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন। [২] কালীপ্রসন্ন সিংহ উত্তর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ‘সিং’ পরিবারে ২৩ ফেব্রুয়ারি ১৮৪০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নন্দলাল সিং ও তাঁর পিতামহ জয়কৃষ্ণ সিং ছিলেন হিন্দু কলেজের একজন পরিচালক। কালীপ্রসন্নের মাত্র ছয় বছর বয়সে তাঁর পিতা মারা যান। [৩] কালীপ্রসন্ন অবিশ্বাস্য বহুমুখী গুণাবলির একজন মানুষ ছিলেন। খুব অল্প বয়স থেকে তিনি অদ্ভুত স্মরণশক্তির অধিকারী ছিলেন। 

বর্তমানে প্রেসিডেন্সি কলেজ হিসাবে পরিচিত, তৎহিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন কালীপ্রসন্ন সিং। ১৮৫৭ সালে কলেজ ত্যাগ করেন এবং তিনি বাড়িতেই তাঁর ইংরেজি, বাংলা ও সংস্কৃত শিক্ষা অব্যাহত রেখেছিলেন। তিনি মিস্টার ক্রিকপ্যাট্রিক নামক একজন ইউরোপীয় শিক্ষকের তত্ত্বাবধানে তাঁর ইংরেজির জ্ঞান উন্নত করেছিলেন। [৪] কালীপ্রসন্ন সিংহ বিদ্যোৎসাহিনী পত্রিকা, পরিদর্শক, সারবত্ত্বা প্রকাশিকা ও বিভিধার্থ সংগ্রহ প্রভৃতি পত্রিকার মত পত্রিকাগুলির সম্পাদনা ও প্রকাশনা করেছিলেন। তাঁর নিম্নলিখিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে- ‘বাবুনাটক (১৮৫৪)’, ‘বিক্রমোর্বশী নাটক (১৮৫৭)’, ‘সাবিত্রী-সত্যবান নাটক (১৮৫৮)’, ‘মালতী-মাধব নাটক (১৮৫৯)’ ও ‘হুতোম প্যাঁচার নকশা (১৮৬১)’। তিনি মাত্র ৩০ বছর বয়সে ২৪ জুলাই ১৮৭০ সালে পরলোক গমন করেন।