প্রকাশিত: Thu, Feb 23, 2023 10:02 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:29 PM

ফোকো, দেরিদা, সুফিয়ানা, গে সেক্স, পরকীয়া ও পশ্চিমে পন্ডিতি আলাপ

আফসান চৌধুরী: [১] আমাদের দেশে পন্ডিতদের আলাপে যদি ফোকো, দেরিদা, লাকাঁ কিসিমের নাম এস্তেমাল করা হয় বেশ লাভ হয়। তাদের বিপক্ষে কেউ কিছু বলতে পারে না বা চায় না। একসময় এই দেশে যেমন মার্ক্স ছিল। উনি এখন একটু কমতির দিকে। [২] পশ্চিমে এরা তেমন নাই। এই সব তো তারাই অতএব যেটা চলে সেটা হলো নারীবাদ, যৌনতা, বর্ণবাদ ইত্যাদি যেহেতু আমি কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত গবেষক, তাই আমার সঙ্গে মাঝে মধ্যে আলাপ সালাপ হতো, তাদের একদিন দুই প্রফেসর আমার সঙ্গে আলাপ শুরু করলো। 

ইসলাম খুব লিবারেল ধর্ম শুনে ভড়কে গেলাম কারণ ওরা এমনিতে ইসলামকে গালিই দেয়। জানালো তারা সুফিবাদ পড়ে, এর গান শুনে বুঝেছে যে এই ধর্মে গে-সম্পর্কের স্বীকৃতি আছে। তারা আমির খসরু সহ বেশ কিছু সুফী কবির কবিতা শোনালো সবই প্রেম নিয়ে, গুরুর প্রতি আর তার ভাষা তো প্রেমের আর দুইজনই পুরুষ অতএব গে। 

[৩] এখন যার মাথায় যেটা ওটাই ওদের মাথায় কাজ করে, তাই ওদের কাছে আল্লাহ-ঈশ্বর প্রেম বোঝানোর চেষ্টা করবো না ঠিক করলাম বরং ওদের জ্ঞান বৃদ্ধির চেষ্টা নিলাম ও বললাম। এটা তো আছেই কিন্তু হিন্দু ধর্ম এক ধাপ এগিয়ে তারা পরকীয়াকে পবিত্রতার স্থানে দেখেছে এই বলে রাধা-কৃষ্ণের ওপর একটি ছোট লেকচার দিলাম আর যায় কোথায় তারা তো বিশ্বাস করতে পারছিলো আমাদের ইস্টে এমন ধারণা আছে খালি বলে’, হাউ লিবেরাটিং, হাউ ফ্রি। বেশ খুশি হলো আমার কথা শুনে। তবে ফোকোর, যৌন জীবন নিয়ে কিছু বলা ঠিক না সেখানে সে বালক প্রেমিক ছিল আর ওটা ওই সব দেশে আইনত অপরাধ তবে দেরিদার সঙ্গে প্রেম করলে কারো অসুবিধা হতো না। লেখক ও গবেষক