প্রকাশিত: Thu, Feb 23, 2023 10:22 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:29 PM

মানবাধিকার কর্মী এবং নিগৃহীত মানুষের আইনজীবী হিসেবে নাজমুল হুদার যতোটা সুখ্যাতি, রাজনীতিক হিসেবে খ্যাতি ঠিক ততোটা নয়

সৈকত রুশদী : আইনজীবী ও রাজনীতিক ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তাকাল করেছেন পরিণত, ৮০ বছর বয়সে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। আমি সাংবাদিকতা পেশায় থাকাকালে তাঁর সাথে পরিচয় ১৯৮০ দশক থেকে। একজন রিপোর্টার হিসেবে তাঁকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা থেকে এমপি এবং তথ্য ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী হিসেবে কাছে থেকে দেখেছি। নানা কাজে বহুবার আলাপ হয়েছে। বাংলাদেশে আমি ব্রিটিশ হাই কমিশনে রাজনৈতিক বিশ্লেষক থাকাকালে (১৯৯৩-২০০৩) তাঁর সাথে মাঝে মাঝে যোগাযোগ হতো। কিন্তু মানবাধিকার কর্মী এবং নিগৃহীত মানুষের আইনজীবী হিসেবে নাজমুল হুদার যতোটা সুখ্যাতি, রাজনীতিক হিসেবে খ্যাতি ঠিক ততোটা নয়। 

নাজমুল হুদা বিএনপি প্রতিষ্ঠার সময় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী স্থায়ী কমিটিতে কনিষ্ঠতম সদস্য ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে আত্মীয়তা ছিল নাজমুল হুদার। তাঁর স্ত্রী এডভোকেট সিগমা হুদার নৌ-স্থপতি ভাই ছিলেন জিয়াউর রহমানের এক খালাতো বোনের স্বামী। তবে নাজমুল হুদা বিএনপি ছেড়ে একেক সময়ে একেক দল গঠন করেন এবং একসময়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে শরীক হয়ে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। তিনি বা তাঁর দল ক্ষমতাসীন জোটে স্থান না পেলেও আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন। সম্ভবত তারই ফল হিসেবে মৃত্যুর মাত্র তিন দিন আগে নিজের নতুন দল ‘তৃণমূল বিএনপির’ নিবন্ধন পেয়েছিলেন তিনি। প্রার্থনা করি, আল্লাহ যেন মরহুম নাজমুল হুদার রূহকে চিরশান্তি প্রদান করেন। তাঁর স্ত্রী মানবাধিকার কর্মী এডভোকেট সিগমা হুদা সহ শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা। ফেসবুক থেকে