প্রকাশিত: Fri, Feb 24, 2023 12:17 PM
আপডেট: Mon, Jan 26, 2026 5:03 PM

বইমেলা কেবল বই কেনা-বেচার মলা নয়, এটি একটি বৃহৎ সাংস্কৃতিক তৎপরতা ও সাংস্কৃতিক উৎসব

স্বকৃত নোমান : বইমেলার কোনো এক স্টলে একদল তরুণ গান গাইছে। এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। বিশেষত লিটলম্যাগ চত্বরে প্রায়ই গানের আসর বসে। এসব দৃশ্য আমাদের জানান দেয় যে, বইমেলা কেবল বই কেনা-বেচার মেলা নয়, এটি একটি বৃহৎ সাংস্কৃতিক তৎপরতা, সাংস্কৃতিক উৎসব। আমরা যে সাংস্কৃতিক জাগরণের কথা বলি এটা সেই জাগরণেরই ক্ষুদ্রাংশ। সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়েই সম্ভব সমস্ত অন্ধতার বিনাশ। 

যারা বইমেলায় প্রবেশের টিকেট সিস্টেমের দাবি তোলে তারা তরুণদের হৃদস্পন্দন শুনতে পায় না, স্বতস্ফূর্তাকে বুঝতে পারে না, সাংস্কৃতিক জাগরণ কী জিনিস বুঝতে চায় না। তারা বইমেলা বলতে কেবল বই কেনা-বেচাকে বোঝে, যেমন বাণিজ্য মেলা। বইমেলা কোনো বাণিজ্য মেলা নয়। এটি বই কেনা-বেচার মেলা যেমন, একই সঙ্গে এটি ঐতিহ্যের উৎসব, সাংস্কৃতিক উৎসব, ভাষার উৎসব, ইতিহাসের উৎসব। লেখক: কথাসাহিত্যিক